promotional_ad

বিশ্বকাপের আগে ছক্কা হাঁকানোয় ব্যস্ত মার্শ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মার্শের সেঞ্চুরিতে টেবিলের শীর্ষে থাকা গুজরাটকে হারাল লক্ষ্ণৌ

২৩ মে ২৫
৬৪ বলে ১১৭ রান করেন মিচেল মার্শ, ফাইল ফটো

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন মিশেল মার্শ। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সিরিজগুলোতে অন্যান্য ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে না পারলেও ব্যাট হাতে দলের সেরা পারফর্মার ছিলেন তিনি। তাই সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও অন্যান্যদের সঙ্গে দ্রুত রান তোলার দায়িত্ব থাকবে তার কাঁধে। এ কারণে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন মার্শ।


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টগুলোতে খেলে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন এই অলরাউন্ডার। আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টটিকে সামনে রেখে বোলিংয়ের চেয়ে আপাতত ব্যাটিংয়ের দিকেই বেশ মনোযোগ দিচ্ছেন তিনি। নেটে ব্যাটিংয়ের সময় অবিরামভাবে ছক্কা হাঁকানোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন মার্শ।


promotional_ad

এ প্রসঙ্গে মার্শ বলেন, ‘খুব সততার সঙ্গে বলছি, আমি শুধুমাত্র ছক্কা হাঁকানোর অনুশীলন করছি। আমি ফিরে যাওয়ার আগে আমি সত্যিই এটাই করেছি। সেই সঙ্গে আমার মনে হয়েছিল এটি আমার পক্ষে কাজ করছে। তাই আমি এটি চালিয়ে যাব।’


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

১৩ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন নম্বরে ব্যাটিং করে নিজেকে প্রমাণ করেছেন মার্শ। চোটের কারণে স্টিভ স্মিথ এই সিরিজগুলোতে না থাকায় তিনে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপে তিন নম্বর পজিশনে স্মিথকেই এগিয়ে রাখছেন মার্শ।


বিগত কয়েক বছর স্মিথ তিনে ব্যাট করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি উপরের দিকে খেলতে আশাবাদী। কিন্তু আমরা বেশ কয়েকজন ভালো খেলোয়াড় নিয়ে যাচ্ছি। স্টিভ স্মিথ অনেকদিন ধরেই এই ভূমিকা পালন করে যাচ্ছে এবং সেই জায়গার তিনিই উপযুক্ত খেলোয়াড়।’


বিশ্বকাপে যেখানেই ব্যাট করার সুযোগ পান সেখান থেকেই দলের জন্য সেরাটা দেওয়ার আশা প্রকাশ করে মার্শ আরো বলেন, ‘আমি যে ভূমিকাই পাই না কেন, সেটা তিন নম্বরে ব্যাটিং করা হোক বা মিডল অর্ডারে হোক। আমি আমার ভূমিকা সম্পর্কে সত্যিই স্পষ্ট ধারণা পেয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী সেটি করে যাব এবং আশা করি বিষয়টি অস্ট্রেলিয়াকে ক্রিকেট খেলায় জিততে সাহায্য করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball