মঈনের অবসর ইংল্যান্ডের জন্য বড় ক্ষতি: রুট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
১৭ ঘন্টা আগে
অবসর নেয়ার পর মঈন আলীকে মিস করা শুরু করেছেন ইংল্যান্ডের টেস্ট দলের ক্রিকেটাররা। সাদা পোশাকের অধিনায়ক জো রুট বললেন, মঈনের বিদায় ইংল্যান্ড ক্রিকেটের জন্য বড় ক্ষতি।
ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্ট খেলে ২৮.২৯ গড়ে দুই হাজার ৯১৪ রান করেছেন মঈন। চারটি সেঞ্চুরি ছাড়াও করেছেন ১৪টি হাফ সেঞ্চুরি। বল হাতে ৩৬.৬৬ গড়ে শিকার করেছেন ১৯৫টি উইকেট।

তার এই পরিসংখ্যানই বলে দিচ্ছে তিনি ব্যাট-বলে কতোটা উজ্জ্বল ছিলেন লাল বলের ক্রিকেটে। মঈনের সেই সার্ভিস কিছুটা হলেও বোধ করবে ইংলিশরা। তাই টেস্ট ক্রিকেট থেকে তার অবসর প্রসঙ্গে রুট বলেন, ‘এটা বড় ক্ষতি।’
বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন
২৭ মার্চ ২৫
ইংলিশ অধিনায়ক আরো বলেন, ‘মঈন অসাধারন একজন ক্রিকেটার। আপনি যদি তার ইনিংসগুলো দেখেন, অসংখ্য ম্যাচে দলের জয়ে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সে অন্য সংস্করণের চেয়ে টেস্ট ক্রিকেট ভালো খেলত।’
করোনার কারণে এখন যেকোনো সিরিজ শুরুর পূর্বেই ক্রিকেটারদের জৈব সুরক্ষিত বলয়ে রাখা হয়। যেখানে পরিবার থেকে দূরে থাকতে হয় ক্রিকেটারদের।
জৈব সুরক্ষিত বলয়ের কারণে পরিবার থেকে অনেকদিন দূরে থাকতে চাননি মঈন। একইসঙ্গে ইংল্যান্ডের পোশাকে সাদা বলের ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সম্পূর্ণ মনোনিবেশ করতেই তার এমন সিদ্ধান্ত।