promotional_ad

দলে জায়গা পেলেই অ্যাশেজে যাও, রুট-ব্রডদের স্ট্রাউস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার

১৮ ঘন্টা আগে
মাঠ ছাড়ার আগে হ্যারি ব্রুক ও অলি পোপ, ইসিবি

চলতি বছরের শেষ দিকে অ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ইংল্যান্ড। কিন্তু কোভিড নিয়ন্ত্রণ নীতিতে অস্ট্রেলিয়া সরকারের বাড়তি সতর্কতা শঙ্কায় ফেলেছে এই সিরিজের ভবিষ্যত। ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুটসহ দলটির বেশ কয়েকজন ক্রিকেটার এই সফরে যেতে অনাগ্রহ প্রকাশ করেছেন। তবে দলে ডাক পেলেই এই সফরে যাওয়া উচিত যেকোনো ইংলিশ ক্রিকেটারের, এমনটা বলছেন অ্যান্ড্রু স্ট্রাউস।


অস্ট্রেলিয়ার সরকার এবং দেশটির ক্রিকেট বোর্ড চায় না, করোনার প্রকোপের মাঝে পরিবার নিয়ে কোনও দল সেই দেশে গিয়ে খেলুক। কিন্তু ইংলিশ ক্রিকেটাররা পরিবারসহ যেতে চান এই সফরে।


promotional_ad

ইংলিশ গণমধ্যমে গুঞ্জন আছে ক্রিকেটারদের এই শর্ত মানা না হলে, শেষ পর্যন্ত এই সফর থেকে নাম সরিয়ে নিতে পারেন অধিনায়ক রুটসহ প্রায় দশ জন ক্রিকেটার। যদিও এ ধরনের শর্তের ব্যাপারে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশের ক্রিকেট বোর্ড।


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

১৬ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

স্ট্রাউস বলেন, 'আমার মনে হয় অ্যাশেজ অবশ্যই হওয়া উচিত। আমরা কোভিডের সঙ্গে বসবাস করা শিখে গেছি। যদিও অস্ট্রেলিয়া ভিন্ন জায়গা। তবে সমর্থকদের জন্য অ্যাশেজ অনেক কিছু। আমার মনে হয় অ্যাশেজের জন্য কেউ ডাক পেলেই তার যাওয়া উচিত।'


তিনি আরও বলেন, 'অ্যাশেজ থেকে নিজেকে সরিয়ে নেয়া উচিত নয়। তবে আমি এটাও জানি সবার দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমার মনে হয় ক্রিকেট অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া সরকার এবং ইসিবি ক্রিকেটার এবং তাদের পরিবারের ব্যাপারটি বিবেচনায় রাখবে।'


করোনার কারণে কোনো দেশেই খেলাধুলা থেমে নেই। এমন পরিস্থিতিতে অ্যাশেজ সিরিজ না অনুষ্ঠিত হলে খানিকটা অবাক হবেন স্ট্রাউস। তার প্রত্যাশা, সময়মতই হবে লাল বলের ঐতিহ্যবাহী এই লড়াই।


ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আরও বলেন, 'অন্যান্য খেলা চলছে। এরপরেও অ্যাশেজ হয় না কীভাবে! অ্যাশেজ মাঠে গড়ানোর উপায় আছে এবং আমার মনে হয় আমরা সঠিক পথেই আছি। আমি আশা করব অ্যাশেজে পরিবার নিয়ে যাওয়া যাবে এবং সেখানে পর্যাপ্ত থাকার জায়গা থাকবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball