promotional_ad

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ একাদশে স্মিথকে দেখছেন না ওয়ার্ন

সংগৃহীত
promotional_ad

।। ডেস্ক রিপোর্ট ।।


আরো পড়ুন

ওয়ার্নি, তুমি কি শুনতে পাচ্ছো?

৬ মার্চ ২২
সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর হলেও ২০২১ সালে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি স্টিভেন স্মিথ। তবুও চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। অভিজ্ঞতার বিচারে অজিদের একাদশেও সুযোগ পাওয়ার দৌঁড়ে রয়েছেন তিনি। তবে নিজের পছন্দের একাদশে স্মিথকে রাখেননি শেন ওয়ার্ন।


আগামী ২৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে টুইটারে নিজের বানানো অজিদের একাদশ প্রকাশ করেছেন ওয়ার্ন। সেই একাদশে স্মিথের পরিবর্তে গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসকে রেখেছেন তিনি।


promotional_ad

বিগত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের চার নম্বর পজিশনে খেলেন স্মিথ। তবে ট???-টোয়েন্টি বিশ্বকাপে এই জায়গায় মারকুটে ম্যাক্সওয়েল ও স্টয়নিসকে বেশি পছন্দ ওয়ার্নের। স্ট্রাইক রোটেট করে খেলা স্মিথের চাইতে এই দুই অলরাউন্ডারকেই এগিয়ে রাখছেন তিনি।


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

১৩ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

আইপিএলের দ্বিতীয় পর্বে অফ ফর্মে থাকায় সানরাইজার্স হায়দরাবাদের একাদশ থেকে বাদ পড়েছিলেন ডেভিড ওয়ার্নার। সে হিসেবে ওয়ার্নের পছন্দের একাদশ থেকে ওয়ার্নারের বাদ পড়ার কথা। এরপরেও নিজের বানানো দলে স্মিথকে না রাখলেও ওয়ার্নারের প্রতি ভরসা রাখছেন তিনি।


এছাড়া সংযুক্ত আরব আমিরাতের স্টেডিয়ামগুলোর কন্ডিশন অনুযায়ী ক্রিকেটারদের রোটেশন করে একাদশ সাজিয়েছেন ওয়ার্ন। স্পিনিং উইকেটে ড্যান ক্রিস্টিয়ানের পরিবর্তে অ্যাস্টন আগারকে রেখেছেন তিনি। পেস এবং স্পিনিং উইকেট বিবেচনায় নাথান এলিস, কেন রিচার্ডসন ও জস হ্যাজেলউডের বেলায় একই পদ্ধতি অবলম্বন করা উচিত বলে মনে করেন ওয়ার্ন।


এ প্রসঙ্গে টুইটারে কিংবদন্তী লেগ স্পিনার ওয়ার্ন লিখেছেন, ‘ওহ টি-টোয়েন্টি বিশ্বকাপের কি অসাধারণ শুরু। আমার মতে অস্ট্রেলিয়া দলটি হবে ফিঞ্চ, ওয়ার্নার, স্টয়নিস, ম্যাক্সওয়েল, ইংলিস, মিচেল মার্শ, ক্রিশ্চিয়ান/অ্যাগার (কন্ডিশন বুঝে), কামিন্স, স্টার্ক, জ্যাম্পা, এলিস/রিচার্ডসন/হ্যাজেলউড (কন্ডিশনের ওপর নির্ভর করবে)। আপনার মতে অজিদের দলে কে জায়গা পেতে পারে এবং কে জিততে পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball