promotional_ad

সমালোচনায় মজা পান ওয়ার্নার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’

১ মে ২৫
বিসিসিআই

সম্প্রতি ব্যাট হাতে নিজের চেনাচরিত ফর্মে নেই ডেভিড ওয়ার্নার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থতার খোলস ভাঙতে না পারায় চারিদিক থেকে সমালোচনার শিকার হচ্ছেন তিনি। এসব সমালোচনায় আশাহত কিংবা রাগান্বিত নন ববং বেশ মজা পাচ্ছেন বলে জানিয়েছেন ওয়ার্নার।


আইপিএলে দ্বিতীয় পর্বে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুই ম্যাচে সুযোগ পেয়ে যথাক্রমে ০ ও ২ রান করেছিলেন ওয়ার্নার। রান না পাওয়ায় হায়দরাবাদের একাদশ থেকে বাদ পড়েন তিনি। পরবর্তীতে আসরে আরও কয়েকটি ম্যাচ খেললেও ওয়ার্নারকে সুযোগ দেয়নি দলটি।


promotional_ad

এরপর অস্ট্রেলিয়ার হয়ে দুটি প্রস্তুতি ম্যাচেও জ্বলে উঠতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে ০ ও ভারতের বিপক্ষে করেছিলেন ১ রান। রানে ফিরতে না পারার কারণ হিসেবে আইপিএলে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না পাওয়াকে দায়ী করেছেন ওয়ার্নার। তাই লোকেদের সমালোচনা হেসে উড়িয়ে দিচ্ছেন এই অজি ওপেনার।


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

১৩ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

এ প্রসঙ্গে ওয়ার্নার বলেন, 'আমার দৃষ্টিকোণ থেকে লোকেরা আমার ফর্ম নিয়ে যে কথা বলছে তা বেশ মজার। বিষয়টি নিয়ে আমি হেসেছি কারণ আমি খুবই কম ক্রিকেট খেলার সুযোগ পেয়েছি। আইপিএলে আমি কেবল দুটি ম্যাচ খেলেছিলাম। এরপর তারা আসলে অন্য সমস্ত তরুণদের বাজিয়ে দেখতে চেয়েছিল।'


টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-ওয়ানের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় শরীরী ভাষায় রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ওয়ার্নার। যদিও শেষ পর্যন্ত ১৫ বলে ৩টি চারে ১৪ রান করে আউট হয়েছিলেন তিনি। তাই ফর্ম নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছেন না এই বাঁহাতি ব্যাটার।


তিনি বলেন, 'আমার মনে হয় আমি ভালো জায়গাতেই আছি। আমি নেটে অনুশীলনের সময় বল ভালোভাবে পেটাতে পারছি। এর থেকে আসলে ভালো প্রস্তুতি আর হয় না। অন্য দিন (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ) আমার মনে হচ্ছিল আমি ভালো ইনিংস খেলা থেকে একটি বাউন্ডারি দূরে আছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball