অ্যাশেজে স্টোকস ফেরায় আনন্দিত স্মিথ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল
১২ মার্চ ২৫
এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। মর্যাদার এই লড়াই দিয়েই দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফিরছেন বেন স্টোকস। অ্যাশেজ সিরিজে এই ইংলিশ অলরাউন্ডারকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ায় আনন্দিত স্টিভেন স্মিথ।
মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে থাকায় আইপিএলের দ্বিতীয় পর্বে খেলেননি স্টোকস। টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলছেন না তিনি। তবে ইতোমধ্যে মানসিক ধকল কাটিয়ে ওঠার পাশাপাশি আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন এই ইংলিশ অলরাউন্ডার।

সে কারণে তাকে অজিদের বিপক্ষে অ্যাশেজ সিরিজে দলে সংযুক্ত করেছেন ইংল্যান্ড এন্ড ওয়্যালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্টোকসের ফেরা প্রসঙ্গে স্মিথ বলেন, ‘আমরা সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে পছন্দ করি, সে সফরে আসছে শুনে খুব ভালো লাগছে।’
জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস
২১ মে ২৫
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, বেন স্টোকসের মতো খেলোয়াড় দলে থাকলে যেকোনো দল অধিক বিপদজনক হয়ে ওঠে। এটা তাদের শক্তিমত্তা বাড়িয়েছে...ভালো একটা সিরিজ হতে যাচ্ছে।’
মূলত মানসিক অবসাদ কাটিয়ে উঠতেই ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন স্টোকস। ক্রিকেটারদের এমন সাহসী সিদ্ধান্ত নিতে সাধারণত খুব বেশি দেখা যায় না। তাই এই ইংলিশ অলরাউন্ডারের প্রশংসা করেছেন স্টিভেন স্মিথ।
এ প্রসঙ্গে স্মিথ বলেন, ‘সে ক্রিকেট থেকে বিরতি নিয়েছিল এবং এখন মনে করছে সে খেলার জন্য প্রস্তুত তাই আবারও ফিরেছে। এমন সিদ্ধান্তে স্টোকসকে কৃতিত্ব দিতে হয়।’