promotional_ad

বাংলাদেশের কমনওয়েলথ গেমসে খেলার স্বপ্ন ভেঙে দিলো শ্রীলঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৩ বছর ধরে দলের বাইরে, বিসিবির কাছে ন্যায়বিচার চাইলেন রুমানা

২০ মে ২৫
৩ বছর ধরে জাতীয় দলের বাইরে রুমানা আহমেদ, ফাইল ফটো

কমনওয়েলথ গেমসে খেলা হচ্ছে না বাংলাদেশ নারী দলের। বাছাইপর্বে মালয়েশিয়া, কেনিয়া ও স্কটল্যান্ডকে উড়িয়ে দিলেও শ্রীলঙ্কার বিপক্ষে ২২ রানে হেরেছে নিগার সুলতানার দল। আর তাতে আগামী জুলাইয়ে বার্মিহামে অনুষ্ঠিত হতে যাওয়া ২২তম কমনওয়েলথ গেমসে অংশ নেয়া হচ্ছে না বাংলাদেশের। এই আসরে যোগ দেবে শ্রীলঙ্কা নারী দল।


কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং করেছে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৩৬ রান করে থেমেছে তারা। দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন ইনফর্ম ওপেনার চামারি আতাপাত্তু।


promotional_ad

এ ছাড়া নিলাকশি ডি সিলভা ২৮ ও আনুস্কা সাঞ্জিওয়ানি অপরাজিত ২০ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন নাহিদা আক্তার। একটি করে উইকেট নেন সালমা খাতুন, সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ।


লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে ২০ ওভারে পাঁচ উইকেটে ১১৪ রান করে। দলীয় সর্বোচ্চ ৩৬ রান আসে মুরশিদা খাতুনের ব্যাটে। এছাড়া ফারজানা হক ৩৩ ও নিগার ২০ রান করেন।


২৮ বলে ছয়টি চার ও তিনটি ছয়ে ৪৮ রান করা আতাপাত্তু ম্যাচ সেরা তো বটেই, লঙ্কান নারী দলের এই অধিনায়ক জিতে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কারও। বাংলাদেশের ইনিংসে তিনটি উইকেটও শিকার করেছেন তিনি।।


পাঁচ দলের এ প্রতিযোগিতা থেকে একটি মাত্র দল কমনওয়েলথের চূড়ান্ত পর্বে জায়গা পাওয়ার কথা ছিল। সেক্ষেত্রে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি হয়ে উঠেছিল আসরের ‘অঘোষিত’ ফাইনাল। যদিও তিনটি দলকে শুরুতে উড়িয়ে দিলেও শ্রীলঙ্কার কাছে ধরাশায়ী হলো বাংলাদেশের প্রমিলা ক্রিকেটাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball