পিএসএলে আর খেলবেন না আফ্রিদি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রিশাদের স্পিন আর আফ্রিদির পেসে ইসলামাবাদকে উড়িয়ে ফাইনালে লাহোর
২৪ মে ২৫
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারই শেষবারের মতো মাঠে নামছেন, এমনটা আসর শুরুর আগেই জানিয়ে রেখেছিলেন শহিদ আফ্রিদি। নিজের শেষ আসর সুখকর হলো না তার জন্যে। ইনজুরির কারণে পিএসএল শেষ হওয়ার আগেই বিদায় বলছেন এই অলরাউন্ডার।
পিএসএলের শুরুর আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন আফ্রিদি। করোনা থেকে ফিরে কয়েক ম্যাচ খেলে আবারও পুরানো ইনজুরিতে পড়েন তিনি। এই ইনজুরিই কাল হয়েছে আফ্রিদির। ক্যারিয়ারের শেষ পিএসএল শেষ হওয়ার আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, 'আমি পিএসএল শেষ করতে চাই। শেষ ১৫-১৬ বছর ধরে আমি কোমরের ইনজুরি নিয়ে খেলছি। এখন আমার ব্যথা বেড়ে যাচ্ছে।'
'আমি আমার গ্রোইন, কনুই এবং পায়ের আঙুলেও ব্যথা অনুভব করছি। সুস্বাস্থ্য অনেক বড় একটি বিষয়। এই ব্যথা আমি আর সহ্য করতে পারছি না।'
আসরে তিন ম্যাচ খেলার সুযোগ হয়েছে আফ্রিদির। কোয়েটা গ্লাডিয়েটর্সের এই অলরাউন্ডার শিকার করেছেন তিনটি উইকেট। আরও অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেয়া এই অলরাউন্ডার আর পিএসএলে না খেললেও কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
আফ্রিদি আরও বলেন, 'আমার ভক্তদের জন্য আমি আবারও মাঠে ফিরে আসতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।'