ফকনারের বক্তব্যে ক্ষুব্ধ আফ্রিদি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রিশাদের স্পিন আর আফ্রিদির পেসে ইসলামাবাদকে উড়িয়ে ফাইনালে লাহোর
২৪ মে ২৫
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার। তার আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে পিএসএলের ড্রাফটে আজীবন নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ফকনারের ইস্যুতে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও। ফকনার এমন ভিত্তিহীন অভিযোগ তুলে পাকিস্তানের ক্রিকেটকে কলঙ্কিত করতে চেয়েছিলেন বলে মনে করেন পাকিস্তানের এই অলরাউন্ডার।

আফ্রিদি তার টুইটারে লিখেছেন, 'হতাশ হয়েছি ফকনারের বক্তব্যে। সে পাকিস্তানের আতিথেয়তা, ব্যবস্থাপনার বিরুদ্ধেও ভিত্তিহীন অভিযোগ করছে। আমরা প্রত্যেককে যথাযোগ্য সম্মান দিয়ে থাকি। কখনও আমাদের পারিশ্রমিক দিতে বিলম্ব হয়নি। কাউকে এইভাবে পাকিস্তান ক্রিকেট এবং পিএসএলকে কলঙ্কিত করতে দেব না।'
চুক্তি অনুযায়ী ফকনারের ৭০ শতাংশ পাওনা পরিশোধ করেছিল পিসিবি। গত বছরের ডিসেম্বরে ফকনারের এজেন্ট যুক্তরাজ্যের এক ব্যাংকের হিসাব দিয়ে নিশ্চিত করেছেন কোথায় তাঁর অর্থ পাঠাতে হবে। পিসিবি সেই অনুযায়ীই অর্থ পাঠিয়েছিল।
এরপর ফকনার জানান তিনি সেই একাউন্টটি আর ব্যবহার করছেন না। এরপর তিনি আরেকটি একাউন্ট দিয়ে তিনি টাকা পাঠানোর কথা বলেন পিসিবিকে। পিসিবি সেই ফকনারের আগের একাউন্টের ব্যাংকের সঙ্গে কথা বলে জানতে পারে তারা তাদের টাকা ফেরত পাঠানোর কোনো ব্যবস্থা নেই।
এ থেকেই ঘটনার সূত্রপাত। পিসিবি এই ঘটনার সমাধান চাইলেও ফকনার ক্ষুব্ধ হয়ে হুট করেই পিএসএল ছেড়েছেন। সেই সঙ্গে হোটেলের ক্ষয়ক্ষতিও করেছেন। এমনকি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গেও আপত্তিকর আচরণের প্রমাণ পেয়েছে পিসিবি।