পাকিস্তান সিরিজের ওয়ানডে দলে নেই ওয়ার্নার-কামিন্সরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
পাকিস্তান সফরের জন্য ১৬ সদস্যের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টেস্ট সিরিজে খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিশ্রাম দেয়া হয়েছে ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্সকে।
সাদা বলের এই দুই সিরিজে আরও থাকছেন না দুই ফাস্ট বোলার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং স্পিনার নাথান লায়ন। মূলত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে তরুণ কয়েকজন ক্রিকেটারকে বাজিয়ে দেখতে চায় অজিরা।

বিয়ের কারণে এই সিরিজে ছুটি পেয়েছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তবে শ্রীলঙ্কা সিরিজে মাথায় আঘাত পাওয়া স্টিভ স্মিথকে এই সিরিজে রাখা হয়েছে। দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিও।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
গত বছরের আগস্ট থেকে জাতীয় দলের হয়ে সীমিত ওভারের ম্যাচ না খেললেও ক্যারিকে এই সিরিজে সুযোগ দিতে চায় অস্ট্রেলিয়ান নির্বাচকরা। স্কোয়াডে আছেন তরুণ উইকেটরক্ষক জশ ইংলিশও।
২৯ মার্চ রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। ওয়ানডে সিরিজ শুরুর আগে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মারনাস ল্যাবুশেন, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।