রমিজের বাজিমাৎ, পিএসএলে ৬ ফ্র্যাঞ্চাইজির আয় ২৫০ কোটি টাকা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রিশাদের স্পিন আর আফ্রিদির পেসে ইসলামাবাদকে উড়িয়ে ফাইনালে লাহোর
২৪ মে ২৫
লাহোর কালান্দার্সের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সপ্তম আসরে বড় অঙ্কের লভ্যাংশ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। পিএসএলের এবারের আসরে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির আয় হয়েছে ৯০০ মিলিয়ন পাকিস্তানি রুপি।
বাংলাদেশি মুদ্রায় যা ৪৩ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৯৫৭ টাকা। আমেরিকান মুদ্রায় এর পরিমাণ হচ্ছে ৫০ লাখ ৬২ হাজার ৯৩২ ডলার। তাতে ছয় ফ্র্যাঞ্চাইজির আয় হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা।

এই ব্যাপারে মিডিয়াকে অবগত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। পিএসএলের মাধ্যমে পিসিবির লাভের পরিমাণ ৭১ শতাংশে পৌঁছে গেছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ
২৭ ফেব্রুয়ারি ২৫
রমিজ রাজা বলেন, 'এইচবিএল পিএসএল ৭ এর লাভ ৭১ শতাংশে পৌঁছে গেছে। এটা ইতিহাসের সর্বোচ্চ। ফ্র্যাঞ্চাইজিগুলোর আয় ৯০০ মিলিয়ন পাকিস্তানি রুপি, এটাও পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ।'
একইসঙ্গে পিএসএলে সাফল্যের কৃতিত্ব দর্শকদের দিচ্ছেন রমিজ। লাহোর এবং করাচির দর্শকদের নিবেদন মুগ্ধ করেছে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ এই অভিভাবককে।
'কোনো সন্দেহ নেই, এবারের পিএসএল অসাধারণ সাফল্য পেয়েছে। এর কারণ হচ্ছে আমাদের দর্শক ছিল। করাচি এবং লাহোর দুই জায়গাতেই। আমি আমার পেশাদার ক্যারিয়ারে দর্শকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখিনি।'