promotional_ad

ফারজানার লড়াইয়ের পরও পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তিন ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখল বাংলাদেশ

৩ ঘন্টা আগে
ম্যাচ শেষে আনুষ্ঠানিকতা সারছেন দুই দলের ক্রিকেটাররা, ফাইল ফটো

ম্যাচ জিততে শেষ ওভারে বাংলাদেশ নারী দলের প্রয়োজন ছিল মাত্র ৭ রান। উইকেটে ছিলেন লতা মণ্ডল এবং নাহিদা আক্তার। নাশরা সুন্দুর প্রথম বলে এক রান নেন নাহিদা। তবে দ্বিতীয় বলে স্কুপ করে এক রান নিতে গিয়ে রান আউট হয়েছেন লতা। তাতে ফারজানা হকের ৭১ রানের ইনিংসের পরও ম্যাচ জয়ের খুব কাছে গিয়ে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ রানে হারল নিগার সুলতানা জ্যোতির দল।


লিনকনে জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে নেমে পারেননি দুই ওপেনার শামীমা সুলতানা এবং শারমিন আক্তার। ইনিংসের পঞ্চম ওভারে ফাতিমা সানার বলে আউট হয়েছেন ১০ রান করা শারমিন। আরেক ওপেনার শামীমা আউট হয়েছেন ১৮ রানে।


তৃতীয় উইকেট জুটিতে জ্যোতি এবং ফারজানা মিলে শুরুর বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। তবে তাদের দুজনকে জুটি বড় করতে দেননি নাশরা। বাঁহাতি এই স্পিনারের বলে স্টাম্পিং হয়েছেন ১৫ রান করা জ্যোতি। চতুর্থ উইকেটে রুমানা হকের সঙ্গে ৪৯ রানের জুটি  গড়েন ফারজানা। 


promotional_ad

দারুণ ব্যাটিং করা ‍রুমানাকে সাজঘরে ফেরান ফাতিমা। ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন ৩৬ বলে ৩০ রানে। সোবহানা মোস্তারি, সালমা খাতুন, মুর্শিদা খাতুন এবং রিতু মনিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। তাতে ৯৫ বলে ৭১ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ফারজানা।


এর আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৯৯ রানের পুঁজি পেয়েছিল পাকিস্তান নারী দল। পাকিস্তানের হয়ে সবচেয়ে ৪৫ রান করেছেন আলিয়া রিয়াজ। এ ছাড়া জাভেরিয়া খান ৪৪ এবং বিসমাহ মারুফ করেছেন ৩২ রান। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ফারিহা এবং রিতু।


সংক্ষিপ্ত স্কোর:


পাকিস্তান নারী দল- ১৯৯/৭ (৪২ ওভার) (আলিয়া ৪৫, জাভেরিয়া ৪৪, বিসমাহ ৩২, রিতু ৩/৩৫, ফারিহা ৩/৪০)


বাংলাদেশ নারী দল: ১৯৪/১০ (৪১.২ ওভার) (ফারজানা ৭১, রুমানা ৩০, শামীমা ১৮, ফাতিমা ৪/৪৭, নাশরা ৩/২২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball