promotional_ad

ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় অস্ট্রেলিয়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারত দলে ডাক পেয়ে খুবই ‘স্পেশাল ও অবাস্তব’ লাগছে সুদর্শনের

৪ ঘন্টা আগে
ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যেই আছেন সাই সুদর্শন, ফাইল ফটো

রাজনৈতিক বৈরিতার কারণে লম্বা সময় ধরেই ভারত-পাকিস্তানের মাঝে দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। অদূর ভবিষ্যতেও এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, কদিন আগে এমনটা জানিয়েছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস।


দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা না থাকলেও ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চান নিক হকলি। রাওয়ালপিন্ডিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী।


promotional_ad

সময় যত বেড়েছে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ততই নিম্নমূখী হয়েছে। যার প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেটেও। সর্বশেষ ২০১৩ সালে ভারত সফর করেছিল পাকিস্তান। এর মাঝে ৮ বছর কেটে গেলেও এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ দেখা যায়নি। যেখানে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলেছিল এই দুই দল। সাদা পোশাকের ক্রিকেটে ভারত-পাকিস্তানের দ্বৈরথ হয়েছিল সর্বশেষ ২০০৭ সালে।


আরো পড়ুন

পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক

১ ঘন্টা আগে
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে (বামে), ব্যাটিং কোচ হানিফ মালিক (ডানে), ফাইল ফটো

সর্বশেষ ৮ বছরে বিরাট কোহলি-বাবর আজমদের লড়াই সীমাবদ্ধ ছিল আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে। দুই দেশের দ্বৈরথ দেখার জন্য দর্শকদের তাকিয়ে থাকতে হয় আইসিসির টুর্নামেন্ট কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টুর্নামেন্টের দিকে। রোমাঞ্চকর লড়াইয়ে আরও ম্যাচ বাড়াতে ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ভাবছে অস্ট্রেলিয়া।


এ প্রসঙ্গে হকলি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি ত্রিদেশীয় সিরিজের ধারণা পছন্দ করি। অতীতে এটি বেশ ভালোভাবে কাজ করেছে। আমরা আয়োজন করার জন্য উন্মুক্ত থাকবো। ভারত ও পাকিস্তানের বড় একটা সম্প্রদায় অস্ট্রেলিয়াতে বাস করে। এটি এমন একটি প্রতিযোগিতা যা বিশ্ব ক্রিকেটে সবাই দেখতে চায়। আমরা যদি এটার সুযোগ তৈরিতে সহায়তা করতে পারি তাহলে আমাদেরও ভালো লাগবে।’


কদিন আগে ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে চার দলের সিরিজ আয়োজনের কথা জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। যদিও এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball