সাকিবের পরামর্শে মোহামেডানে হাফিজ, অপেক্ষা ভিসার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ ডাকের মালিক বনে গেলেন সাকিব
২৪ মে ২৫
দীর্ঘ দিন ধরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শিরোপার দেখা পাচ্ছে না মোহামেডান। সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে ডিপিএলের শিরোপা জিতেছিল তারা। শিরোপা খরা ঘোচাতে এবার রীতিমতো আঁট ঘাট বেঁধে নেমেছে দলটি। টুর্নামেন্ট শুরুর মাস ছয়েক আগেই এক ঝাঁক তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে মোহামেডান।
এই তালিকায় আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান, মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদের মতো ক্রিকেটারা। আর গত আসর থেকেই সাদা কালো জার্সিতে ছিলেন সাকিব আল হাসান। গত মৌসুমে ডিপিএলে বিদেশি ক্রিকেটার না থাকলেও এবার সেই নিয়মে বদল এনেছে সিসিডিএম।

ডিপিএলের এবারের আসরে প্রতিটি দল একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ পাচ্ছে দলগুলো। সেই সুযোগ লুফে নিয়ে মোহাম্মদ হাফিজকে দলে ভিড়িয়েছে মোহামেডান। মূলত সাকিবের পরামর্শে পাকিস্তানের অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে নিয়েছে তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট কমিটির সহকারী চেয়ারম্যান এজি এম সাব্বির। ডিপিএলের পুরো মৌসুমেই পাওয়া যাবে হাফিজকে। ১৫ মার্চের মাঝে বাংলাদেশে পা রাখার কথা রয়েছে তার। আপাতত ভিসার জন্য অপেক্ষা করছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।
এজি এম সাব্বির বলেন, ‘বিদেশি ক্রিকেটারের বিষয়ে দেখলাম বেশ কিছু পত্র-পত্রিকা ইতোমধ্যে নিউজ করে দিয়েছে হাফিজের কথা। আনুষ্ঠানিকভাবে আমরা বলছি যে আমরা চুক্তিপত্র স্বাক্ষর করেছি। এখন ভিসা একটা ইস্যু। সাকিবের পরামর্শ নিয়েই আসলে কথা বলা হয়েছে হাফিজের সঙ্গে। এখানে সাকিব আমাদেরকে কয়েকটা খেলোয়াড়ের কথা বলেছিল।’
‘সাকিব, রিয়াদ, মুশফিক- সবাই মিলেই বলেছিল যে ঠিক আছে যদি টপ অর্ডারে লম্বা ব্যাটিং করতে পারে তাহলে হার্ডহিটিং কিছু ব্যাটার পেছনে আছে। তাহলে স্কোরটা হয়ে যায় আর হাফিজের ১০ ওভার বোলিং করার সক্ষমতাও আছে। হাফিজ ফ্রিও আছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য মোহাম্মদ হাফিজকে ডিপিএলের এ বছর আমরা চুক্তিবদ্ধ করেছি। আশা করছি ১৫ তারিখের মধ্যে হাফিজ ঢাকা এসে পৌঁছাবে। পুরো মৌসুমের জন্যই চুক্তি হয়েছে।’