করাচি টেস্টে হ্যাজেলউডের জায়গায় সোয়েপসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরি কাটিয়ে বেঙ্গালুরুতে ফিরলেন হ্যাজেলউড
২ ঘন্টা আগে
করাচি টেস্টে অভিষেক হতে পারে মিচেল সোয়েপসনের। বৃহস্পতিবার এমন ইঙ্গিত দিয়েছিলেন প্যাট কামিন্স। এবার ডানহাতি এই লেগ স্পিনারকে নিয়েই করাচি টেস্টের একাদশ ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। তাতে করাচিতে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হচ্ছে ২৮ বছর বয়সি এই লেগ স্পিনারের।
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে এক রকম মরা উইকেটে খেলেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ম্যাচটিতে পাঁচ দিনে দুই দল মিলিয়ে উইকেট হারিয়েছে মাত্র ১৪টি। এর মাঝে অস্ট্রেলিয়ার বোলাররা পেয়েছেন কেবল চার উইকেট!

ম্যাচ শেষে জানা যায়, কামিন্স-হ্যাজেলউডদের আগ্রাসী বোলিংয়ে ভীত হয়েই স্পোর্টিং উইকেট বানায়নি পাকিস্তান। এমনকি স্লো উইকেটও ছিল না সেটা। পাঁচ দিনে সেই উইকেটে হয়েছে এক হাজার ১৮৭ রান! দুই দলের পেসাররা সেভাবে সুবিধা করতে না পারলেও দাপট ছিল পাকিস্তানের স্পিনার নওমান আলীর।
যদিও বল হাতে রাজত্ব করতে পারেননি নাথান লায়ন। রাওয়ালপিন্ডিতে বোলাররা সেভাবে সুবিধা না পেলেও করাচিতে ধীরগতির উইকেটের প্রত্যাশা করছেন কামিন্স। যে কারণে লায়নের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে সোয়েপসনকে একাদশে জায়গা দিয়েছে অস্ট্রেলিয়া।
গত কয়েক বছর ধরে দলের সঙ্গে থাকলেও অভিষেক হচ্ছিলো ডানহাতি এই লেগ স্পিনারের। তবে করাচি টেস্টে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে সোয়েপসনের। ২৮ বছর বয়সি এই লেগ স্পিনারের অন্তর্ভূক্তিতে একাদশ থেকে জায়গা হারিয়েছেন পেসার জস হ্যাজেলউড।
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, মিচেল সোয়েপসন।