করাচিতেও রাওয়ালপিন্ডির ‘দাপট’ ধরে রাখতে চান বাবর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান
২১ মে ২৫
রাওয়ালপিন্ডির উইকেট নিয়ে সমালোচনার অন্ত নেই। শহিদ আফ্রিদি-ইনজামাম উল হকদের সমালোচনার পর রাওয়াপিন্ডির উইকেটকে গড়পড়তা মানের নিচে হিসেবে বিবেচনা করেছে আইসিসির ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। এমন উইকেটে অস্ট্রেলিয়ার বোলাররা যেখানে মাত্র ৪ উইকেট নিয়েছেন সেখানে পাকিস্তানের সংগ্রহ ১০ উইকেট।
অজি ব্যাটাররা সেঞ্চুরি না পেলেও পাকিস্তানের ইমাম উল হক দুটি এবং আজহার আলী এবং আব্দুল্লাহ শফিক একটি করে সেঞ্চুরি পেয়েছেন। যে কারণে সব সমালোচনা পাশ কাটিয়ে করাচিতেও রাওয়ালপিন্ডির দাপট ধরে রাখতে চান বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন, ইমাম উল হক-আব্দুল্লাহ শফিক-নওমান আলীদের পারফরম্যান্সের কথা।

এ প্রসঙ্গে বাবর বলেন, ‘আমাদের মোমেন্টাম রয়েছে। প্রথম টেস্টে আমরা আধিপত্য বিস্তার করেছিলাম, ব্যক্তিগত এবং দলীয় পারফরম্যান্স দুর্দান্ত ছিল। ব্যাটাররা ভালো ব্যাটিং করেছে, বোলাররা ১০ উইকেট নিয়েছে এবং নওমান ৬ উইকেট নিয়েছে। পুরো দলের পারফরম্যান্স ভালো ছিল। আমরা এই মোমেন্টাম ধরে রাখতে চাই।
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক
১ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডি টেস্ট শেষ হওয়ার পর অজিরা জানিয়েছিলেন, প্যাট কামিন্স-মিচেল স্টার্কদের থামাতেই এমন উইকেট বানিয়েছিল পাকিস্তান। তবে স্বাগতিক অধিনায়ক বাবর জানিয়েছেন, তারা অস্ট্রেলিয়াকে ভয় পায় না। সেই সঙ্গে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের গুরুত্বের কথাও তুলে ধরেছেন পাকিস্তানের অধিনায়ক।
বাবর বলেন, ‘আমরা অস্ট্রেলিয়াকে ভয় পাই না। দুই দলের জন্য একই কন্ডিশন। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। একজন অধিনায়ক হিসেবে আমিও চেয়েছিলাম আমরা জয় পাই। আমাদের দল যেভাবে আধিপত্য বিস্তার করেছিল, ব্যাটাররা ১৫০ এর অধিক রান করেছিল, উইকেট (বোলাররা) পেয়েছিল।
‘তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আধিপত্য বিস্তার করেছি। দুর্ভাগ্যবশত, আমরা ফলাফল পাইনি। কিন্তু সেটা আমাদের হাতে নেই। যদি বৃষ্টির কারণে হারানো ওভারগুলো খেলা হতো তাহলে হয়তো আমাদের ফলাফল ভিন্ন হতো।’