ভারতের উইকেটকে কেন ডিমেরিট পয়েন্ট দেয়া হয় না, অভিযোগ রবের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত দলে ডাক পেয়ে খুবই ‘স্পেশাল ও অবাস্তব’ লাগছে সুদর্শনের
৩ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডি টেস্টের উইকেটকে গড়পড়তার চেয়ে নিন্মমানের আখ্যা দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই টেস্টে পাঁচ দিন প্রায় একই রকম ব্যাটিং সহায়ক ছিল পিচ। বোলাররা উইকেট পেতে রীতিমত যুদ্ধ করেছেন।
ম্যাচে ১ হাজার ১৮৭ রানের পাশাপাশি উইকেট পড়েছে মাত্র ১৪টি। সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি হয়েছিল সমান ৪টি করে।এমন উইকেটের কারণে ডিমেরিট পয়েন্টও পেতে হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামকে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার রব কি আইসিসির এমন আচরণের সমালোচনা করেছেন।

সর্বশেষ আহমেদাবাদ টেস্টে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ম্যাচ মাত্র ২ দিনে শেষ হয়ে গিয়েছিল। যদিও সেই মাঠকে আইসিসি কোনো রকম সতর্ক করেনি। পিচ রেট করার ক্ষেত্রে আইসিসিকে ধারাবাহিক হওয়ার পরামর্শ দিয়েছেন এই সাবেক ইংলিশ ক্রিকেটার।
বশিরের ঘূর্ণিতে চার দিনের ম্যাচ তিন দিনেই জিতল ইংল্যান্ড
১৬ ঘন্টা আগে
রব কি বলেন, 'আমি জানি কেন আইসিসি রাওয়াপিন্ডির পিচকে কেন বাজে রেট করেছে। তবে তাদের সতর্ক থাকতে হবে যে তারা যেন পিচ রেট করার ক্ষেত্রে ধারাবাহিকতা বজার রাখে। ভারতের কিছু পিচ যেখানে দুইদিনে ম্যাচ শেষ হয়, বিশেষ করে আহমেদাবাদ, তারা কিন্তু রাওয়ালপিন্ডির মতো বাজে রেটিং পায়নি এবং এ কারণেই আমি মনে করি এখানে কোনো ধারাবাহিকতা নেই।'
এই সাবেক ইংলিশ ক্রিকেটার ভয়ে আছেন ভারতের পিচ নিয়ে সমালোচনা করার জন্য তার টুইটার বন্ধ করে দেয়া লাগতে পারে। কারণ সর্বশেষ যে সময় তিনি আহমেদাবাদের উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন তখন ভারতীয় ভক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়েছিল।
এ প্রসঙ্গে রব কি'র ভাষ্য, 'আমার টুইটার ফিড বন্ধ করে দিতে হতে পারে। কারণ আমার দিকে অনেক সমালোচনার তীর ছুটে আসতে পারে। ভারতীয় ভক্তরা খুব ভালোভাবে নেয়নি যখন আমি আহমেদাবাদের উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন।'