অস্ট্রেলিয়ার রানের পাহাড়, ক্যারির ৭ রানের আক্ষেপ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক
১ ঘন্টা আগে
আগেরদিনের সেঞ্চুরিয়ান উসমান খাওয়াজা করাচি টেস্টের দ্বিতীয় দিন আউট হয়েছেন ১৬০ রান করে। সেঞ্চুরি পেতে পারতেন আরেক ব্যাটার অ্যালেক্স ক্যারিও। তিনি পার্ট টাইমার বাবর আজমকে উইকেট দিয়েছেন ৯৩ রানে।
দিনের শুরুতে নাইটওয়াচম্যান নাথান লায়নকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন সেঞ্চুরিয়ান খাওয়াজা। লায়ন মাত্র ২ রানে আম্পায়ার্স কলের ফলে জীবন পেয়েছিলেন। এই ব্যাটার থেমেছেন ৩৮ রান করে।
এরপর ট্রাভিস হেড ২৩ রান করে সাজিদ খানের শিকার হন। সবচেয়ে সফল ব্যাটার খাওয়াজা এই স্পিনারের বলে বোল্ড হয়েছেন। এরপর মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিন মিলে অস্ট্রেলিয়ার রান ৪০০ পার করেন।

খানিক বাদে গ্রিনকে ২৮ রানে বোল্ড করেন নোমান আলী। দিন শেষে স্টার্ক অপরাজিত আছেন ২৮ রান করে। আর কোনো রান না করে কামিন্স তার সঙ্গী।
ডেথ বোলিংয়ে উন্নতি করে তাসকিন-নাহিদদের বিশ্বমানের বানাতে চান টেইট
২২ ঘন্টা আগে
অজিরা দিন শেষ করেছে ৮ উইকেট হারিয়ে ৫০৫ রান করে। অস্ট্রেলিয়া হয়তো প্রথম ইনিংসের রানটা আরেকটু বাড়িয়ে ইনিংস ঘোষণা করবে।
করাচির উইকেটে দ্বিতীয় দিনের শুরু থেকেই দারুণ টার্ন পেয়েছেন পাকিস্তানের স্পিনাররা। এমন উইকেটের কথা মাথায় রেখেই মিচেল সোয়েপসন ও লায়নের মতো স্পিনারকে নিয়ে নিজেদের একাদশ সাজিয়েছে অজিরা।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ৫০৫/৮ (১৮০ ওভার) (খাওয়াজা ১৬০, স্মিথ ৭২, ক্যারি ৯৩, স্টার্ক ২৮*, কামিন্স ০*; ফাহিম ২/৫৫, সাজিদ ২/১৫১)