promotional_ad

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেল বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তিন ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখল বাংলাদেশ

৩ ঘন্টা আগে
ম্যাচ শেষে আনুষ্ঠানিকতা সারছেন দুই দলের ক্রিকেটাররা, ফাইল ফটো

পাকিস্তান নারী দলের বিপক্ষে শেষ তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচই জিতেছিল বাংলাদেশ। আর তাই নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নামার আগে বাড়তিভাবে অনুপ্রাণিত ছিল টাইগ্রেসরা। ম্যাচের আগেই আত্মবিশ্বাসী ছিলেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের অধিনায়ক, শারমিন আখতার সুপ্তা এবং ফারজানা হক পিঙ্কির দারুণ তিনটি ইনিংস ও ফাহিমা খাতুনের অসাধারণ বোলিংয়ে নারী বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ জিতল বাংলাদেশ।


হ্যামিল্টনে টস হেরে ব্যাটিং করতে নেমে সাবধানী শুরু করেছিল বাংলাদেশ। ওপেনার শামিমা সুলতানা (১৭) ফিরলে আরও সতর্ক হয় বাংলাদেশ। দলীয় ৭৯ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।


আরেক ওপেনার সুপ্তার ব্যাটে আসে ৪৪ রান। এরপর ৯৬ রানের জুটি গড়েন পিঙ্কি ও জ্যোতি। এই জুটিই বাংলাদেশের বড় লক্ষ্যের ভিত গড়ে দেয়। ৪০তম ওভারে ফিরে যান জ্যোতি।


promotional_ad

যাওয়ার আগে ৪৬ রান করেন প্রমিলা এই অধিনায়ক। জ্যোতি হাফ সেঞ্চুরি মিস করলেও দেখেশুনে খেলে হাফ সেঞ্চুরি আদায় করেন পিঙ্কি। দলের রান বাড়াতে থাকেন তিনি। শেষ পর্যন্ত পিঙ্কির ৭১ রানের নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৩৪ রান করে বাংলাদেশ।


আরো পড়ুন

পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক

১ ঘন্টা আগে
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে (বামে), ব্যাটিং কোচ হানিফ মালিক (ডানে), ফাইল ফটো

প্রমিলা ওয়ানডে ক্রিকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। এমন সংগ্রহে পৌঁছাতে অবদান রেখেছেন রুমানা আহমেদ (১৬), রিতু মনি (১১) ও সালমা খাতুনরাও (১১*)।


বোলিংয়ে নেমে অবশ্য শুরু থেকেই আতঙ্কে ছিল বাংলাদেশের মেয়েরা। কেননা উদ্বোধনী জুটিতে ৯১ রান তোলে তারা। এই জুটি ভাঙেন রুমানা। নাহিদা খানকে ৪৩ রানে বোল্ড করেন তিনি।


এরপর আরেক ওপেনার সিদরা আমিনের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন অধিনায়ক বিসমাহ মারুফ। এই জুটি ভাঙেন জাহানারা আলম। ৩১ রানে ফিরে যান পাক অধিনায়ক বিসমাহ।


এরপর ফাহিমা খাতুনের লেগস্পিনে দিশেহারা হয় পাক ব্যাটাররা। একদিকে সিদরা আমিন লড়াই চালালেও আসা যাওয়ায় ব্যস্ত থাকেন বাকি ব্যাটাররা। দেখেশুনে খেলে এক সময় সেঞ্চুরি তুলে নেন সিদরা।


কিন্তু ততক্ষণে রান রেট বেড়ে যায় ব্যাটারদের। বাংলাদেশের লেগ স্পিনাররাও চেপে ধরেন তাদের। ১৮৩ থেকে ১৮৮ রানের মাঝে ৫ উইকেট হারায় পাকিস্তান। সতর্কভাবে খেলে দলীয় ৪৮ ওভারে নবম উইকেট হিসেবে ফিরে যান সিদরা। ফেরার আগে করেন ১০৪ রান।


পাকিস্তান থামে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান করে। ইতিহাস তৈরির ম্যাচে বাংলাদেশ জিতেছে ৯ রানে। ম্যাচ সেরা ফাহিমা ৩৮ রান খরচায় তিনটি ও রুমানা আহমেদ ২৯ রান খরচায় দুই উইকেট নেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball