সব ব্যাপারে রমিজ নাক গলানোয় বিরক্ত ওয়াসিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক
৫৯ মিনিট আগে
করাচি টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ৫৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছে অজিরা। করাচির ব্যাটিং স্বর্গে পাকিস্তানি বোলারদেরও বেশি কিছু করার নেই এমনটাই মনে করেন ওয়াসিম আকরাম। এই কিংবদন্তি পেসারের ধারণা রমিজ রাজার পরামর্শেই এমন পিচ তৈরি করা হয়েছে। পিচ তৈরিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যানের হস্তক্ষেপ পছন্দ না ওয়াসিমের।
পাকিস্তানের মাটিতে অজি ব্যাটারদের এমন দাপট কোনোভাবেই মানতে পারছেন না ওয়াসিম। পাকিস্তানের সাবেক এই পেসারের মতে, ব্যাটিং বান্ধব পিচ না হলে উসমান খাওয়াজা-স্টিভ স্মিথরা এভাবে ছরি ঘুরাতে পারতেন না।

ওয়াসিমদের সময়ে পিসিবি চেয়ারম্যানরা কখনোই পিচ তৈরির মতো ব্যাপারে হস্তক্ষেপ করতে না এমনটাও মনে করিয়ে দিয়েছেন ওয়াসিম। যদিও রমিজ পিসিবির দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন সময়ে তিনি নিজেই অনেক সিদ্ধান্ত নিয়েছেন।
‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ
২৭ ফেব্রুয়ারি ২৫
পিসিবি চেয়ারম্যানের এমন কর্ম-কান্ডে রীতিমতো বিরক্ত ওয়াসিম। পাকিস্তানের এই কিংবদন্তি পেসার বলেন, 'আমাদের সময়ে পিসিবি চেয়ারম্যান কখনোই উইকেট প্রস্তুতিতে হস্তক্ষেপ করতেন না।'
করাচি টেস্টের দুই বল খেলা দেখেই ম্যাচের ভবিষ্যত নির্ধারণ করতে পেরেছেন ওয়াসিম। অজি ব্যাটারদের ব্যাটিং দেখে তার ধারণা এটা মরা পিচ। এখানে বোলারদের জন্য বাড়তি কিছুই নেই। যদিও প্রথম ইনিংসে যথেষ্ট ভুগছে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০০ রান তুলতে ৭ উইকেট হারিয়ে ধুকছে পাকিস্তান।
ওয়াসিম বলেন, 'আমি খেলা দেখার চেষ্টা করেছিলাম এবং দুই বল দেখার পরে, আমি জানতাম যে এই ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছে। অস্ট্রেলিয়া দল দ্বিতীয় দিন শেষে সাত উইকেট হারিয়ে ৫০০ রান করেছে। এবং এখনও (ইনিংস) ঘোষণা করেনি, তারা শীঘ্রই (ইনিংস) ঘোষণা করতে পারে, তবে এটা কী ধরণের ম্যাচ চলছে?'