করাচি টেস্ট ড্রয়ের সুযোগ দেখছেন আফ্রিদি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক
১ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্টে বড় লক্ষ্যে ব্যাটিং করছে পাকিস্তান। হাতে আছে প্রায় দুই দিন। তাই ম্যাচ অনেকটাই হেলে আছে সফরকারীদের দিকে। তবে এই টেস্টে জিততে না পারলেও, অন্তত ড্র করার সুযোগ দেখছেন শহীদ আফ্রিদি।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করে অজিরা। যেখানে বড় শতক হাঁকিয়েছেন উসমান খাওয়াজা। অজি ব্যাটাররা করাচিতে দাপট দেখালেও একেবারেই মলিন ছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। নিজেদের প্রথম ইনিংসে ১৪৮ রানে অলআউট হয়েছে বাবরের দল।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরফলে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫০৬ রানের। এই লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৫৮ রান তুলেছে পাকিস্তান। এমন সমীকরণের সামনে থেকেও এই ম্যাচে ড্রয়ের স্বপ্ন দেখছেন আফ্রিদি।
পাকিস্তানের দল নির্বাচন নিয়ে আফ্রিদির প্রশ্ন
২০ মার্চ ২৫
তিনি বলেন, 'পাকিস্তানের এমন ব্যাটার আছে, যারা ক্রিজে সময় কাটাতে পারে। এই কারণে আমি এখনও ইতিবাচক। যদি আমরা অতীতের দিকে তাকাই, তাহলে দেখবো যে ব্যাটারদের পারফরম্যান্স ভালো। এখানে ক্রিকেটারদের নায়ক হওয়ার জন্য এবং নিজেদের নাম তৈরি করার এটা একটা বড় সুযোগ।'
প্রথম ইনিংসে দেড়শোর আগেই অলআউট হয়ে ফলোঅনে পড়ে পাকিস্তান। কিন্তু পাকিস্তানকে টানা ব্যাটিং না করিয়ে অজিরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে। আফ্রিদি মনে করেন, মূলত অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল অজি টিম ম্যানেজমেন্ট।
তিনি বলেন, 'আমি মনে করি, তারা পাকিস্তানকে আবার ব্যাটিং করানোর আগে তাদের বোলারদের বিশ্রাম দেয়ার পাশাপাশি পিচের আরও ক্ষতি নিশ্চিত করতে চেয়েছিল।'