রমিজ ভাই না চাওয়ায় পদত্যাগ করেছি: মিসবাহ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক
১ ঘন্টা আগে
রমিজ রাজা দায়িত্ব নেয়ার পর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) বেশ কিছু পরিবর্তন এসেছে। কোচিং স্টাফেও এসেছে বড়-সড় পরিবর্তন। আর এসব কিছুই হয়েছে রমিজের পরিকল্পনাতে। তাই পিসিবির প্রধান কোচের পদ থেকে পদত্যাগের কারণ হিসেবে রমিজ রাজাকেই দায়ী করলেন মিসবাহ উইল হক।
কিছুদিন আগে পাকিস্তানের প্রধান কোচের পদ থেকে মিসবাহ উল হক ও বোলিং কোচের পদ থেকে ওয়াকার ইউনিস পদত্যাগ করেন। এরপর ম্যাথু হেইডেনকে ব্যাটিং পরামর্শক ও ভারনন ফিল্যান্ডারকে বোলিং পরামর্শকের দায়িত্ব দেয় পিসিবি।

মিসবাহ মনে করেন, রমিজ রাজা কাজ করতে না চাওয়ায় পদত্যাগ করেছেন মিসবাহস। অন্যান কোচিং স্টাফরাও একই কারণে পদত্যাগ করেছেন বলে মনে করেন পিসিবির সাবেক প্রধান কোচ।
‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ
২৭ ফেব্রুয়ারি ২৫
মিসবাহ বলেন, 'আমরা আগের টিম ম্যানেজমেন্টের একটি অংশ ছিলাম। আমাদের একটি লক্ষ্য নিয়ে এসেছিলাম এবং আমরা একসঙ্গে কাজ করেছি। রমিজ ভাই তার নিজস্ব লক্ষ্য নিয়ে এসেছেন। তিনি আমাদের সঙ্গে কাজ করতে চাননি, তাই আমরা পদত্যাগ করার চিন্তা করেছি।'
রমিজ পাকিস্তানের হয়ে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। আর ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। তাই অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে তার যোগাযোগ খুবই ভালো। মিসবাহ মনে করেন, এটা পাকিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য ইতিবাচক।
তিনি বলেন, 'পিচ থেকে শুরু করে খেলোয়াড়দের আর্থিক দিক সবকিছুই ভালোভাবে জানেন রমিজ ভাই। তিনি এখানে উন্নতি করতে পারেন। তিনি অনেক বছর ধরে ধারাভাষ্য করেছেন, অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এটা কাজে লাগবে।'