ব্যাটিং শক্তি বাড়াতে রেনশকে দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডেথ বোলিংয়ে উন্নতি করে তাসকিন-নাহিদদের বিশ্বমানের বানাতে চান টেইট
২২ ঘন্টা আগে
পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজগুলোর জন্য অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন ম্যাট রেনশ। গত ২৮ মার্চ করোনা আক্রান্ত হয়েছিলেন জস ইংলিস। অজি এই উইকেটরক্ষকের বদলি হিসেবে না হলেও, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দলে ডাক পেয়েছেন রেনশ।
পাকিস্তানে পৌঁছে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষ করে দলের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়ার হয়ে ১১ টেস্ট ম্যাচ খেলা বাঁহাতি এই ব্যাটার। জাতীয় দলের হয়ে অবশ্য এখনও ওয়ানডে বা টি-টোয়েন্টি অভিষেক হয়নি সদ্যই ২৬ বছরে পা রাখা রেনশ'র।

এক বিবৃতিতে রেনশ'র অন্তর্ভুক্তির কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। করোনা আক্রান্ত ইংলিস অবশ্য দল থেকে এখনই বাদ যাচ্ছেন না। আপাতত পাঁচদিনের কোয়ারেন্টিনে আছেন ইংল্যান্ডে বেড়ে ওঠা এই উইকেটরক্ষক।
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক
১ ঘন্টা আগে
কোয়ারেন্টিন শেষ করে করোনা নেগেটিভ হলেই অজি শিবিরে যোগ দেবেন ইংলিস। পাকিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতা অস্ট্রেলিয়া দল সীমিত ওভারের সিরিজ শুরুর আগে অবশ্য কিছুটা নড়বড়ে।
এর আগে ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন স্টিভেন স্মিথ ও কেন রিচার্ডসন। স্মিথের বদলে মিচেল সোয়েপসন এবং রিচার্ডসনের বদলে বেন ডোয়ারসুইসকে দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়া।
শঙ্কা আছে মিচেল মার্শকে নিয়েও। এরই মধ্যে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের হাতে পৌঁছেছে মার্শের মেডিক্যাল রিপোর্ট। জানা গেছে, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। দ্বিতীয় ম্যাচ থেকে তাকে পেতে আশাবাদী অজিরা।
মঙ্গলবার (২৯ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে লাহোরে। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩১ মার্চ ও ২ এপ্রিল, একই ভেন্যুতে।