টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারে খেলবেন শাদাব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেয়েছেন শরিফুল
১ ফেব্রুয়ারি ২৫
টি-টোয়েন্টি ব্লাস্টের এবারের আসরে ইয়র্কশায়ারের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শাদাব খান। একই দলের হয়ে খেলবেন পাকিস্তানের পেসার হারিস রউফও।
অবশ্য টি-টোয়েন্টি ব্লাস্টের পুরো আসরে খেলতে পারবেন না শাদাব। এই টুর্নামেন্টের প্রথম ৫টি ও শেষ ৬টি ম্যাচে খেলবেন পাকিস্তানের এই অলরাউন্ডার।

শাদাব এখন পাকিস্তানের তিন ফরম্যাটের দলেই নিয়মিত। পাকিস্তানের হয়ে ৬৪টি টোয়েন্টি ম্যাচে ৭৩ উইকেট নিয়েছেন শাদাব। সেই সঙ্গে তার নামের পাশে রয়েছে ২৭৫ রান। শাদাবের স্বদেশী হারিস অবশ্য প্রথমদিকের ৫ ম্যাচে খেলবেন।
বারবার শ্বশুরকে টানায় বিরক্ত শাদাব
১১ এপ্রিল ২৫
এরপর আর তাকে পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছে ইয়র্কশায়ার কতৃপক্ষ। ইয়র্কশায়ার ক্লাবের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর অব ক্রিকেট ড্যারেন গুচ পাকিস্তানের তারকা শাদাবের অন্তর্ভূক্তি নিয়ে এক বিবৃতি দিয়েছেন।
সেখানে তিনি বলেছেন, 'শাদাব এমন একজন যে টপ অর্ডার ও মিডল অর্ডারে ব্যাট করতে পারে এবং ব্যাট হাতে সে লম্বা শট খেলতে পারে। স্পিনার হিসেবেও দারুণ সে।'
এদিকে নতুন দলে যোগ দেয়া প্রসঙ্গে শাদাব বলেছেন, 'আমি ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে খেলতে মুখিয়ে আছি। আমার ক্রিকেট শুরু করার পর থেকেই স্বপ্ন ছিল কাউন্টি ক্রিকেটে খেলা। দলটিতে আমার ভালো বন্ধু হারিসের সঙ্গে খেলতে পারা বিশেষ কিছু আমার জন্য।'