promotional_ad

আইপিএল নিয়ে মন্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হয়েছিল, দাবি রমিজ রাজার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ

২৭ ফেব্রুয়ারি ২৫
ওয়াহাব রিয়াজ (বামে) ও নাহিদ রানা (ডানে)

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা গত মাসে পাকিস্তান সুপার লিগে নিলাম প্রক্রিয়া যুক্ত করার ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। এমনকি নিলাম চালু হলে আইপিএল ছেড়ে অনেকেই পিএসএল খেলবেন বলেও মন্তব্য করেছিলেন তিনি।


যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে রমিজ জানিয়েছেন, গণমাধ্যম তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে। ভারত এবং পাকিস্তানের অর্থনীতির মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে এই বিষয়েও তিনি অবগত আছেন বলে স্বীকার করে নিয়েছেন।


promotional_ad

নিজের ভুল স্বীকার করে রমিজ বলেছেন, 'আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছিল। আমি জানি ভারত ও পাকিস্তানের আর্থিক পরিস্থিতির কতটা ফারাক রয়েছে। পিএসএলকে আরও ভাল করার পরিকল্পনা নিয়েছি। তার জন্যই নিলাম আনতে চাইছি। কিন্তু বাকি কিছু বলিনি।’


অথচ গত মাসেই রমিজ এ সাক্ষাৎকারে স্পষ্ট বলেছিলেন, 'এটা টাকার খেলা। পাকিস্তানের আর্থিক পরিস্থিতি ভাল হলে আমাদের সম্মান বাড়বে। আর সেই অর্থনীতি ভাল করার প্রধান মাধ্যম পিএসএল। আমরা নিলাম শুরু করতে পারলে ক্লাবগুলোর হাতে অর্থ বাড়বে। তার পরে আমরা দেখতে চাই পিএসএল ছেড়ে কে আইপিএল খেলতে যায়।'


আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বৈঠক। সেখানে একটি চতুর্দেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দেবেন রমিজ। পাকিস্তানের সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে এই সিরিজ আয়োজন করতে চান পিসিবি সভাপতি।


এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি জানি না আইসিসি অনুমতি দেবে কি না। তবে টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ টেলিভিশনে সব থেকে বেশি দর্শক দেখেছিলেন। তাদের বঞ্চিত রাখা উচিত নয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball