পাকিস্তান যেকোনো দলকে হারাতে পারে: মুশতাক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বারবার শ্বশুরকে টানায় বিরক্ত শাদাব
১১ এপ্রিল ২৫
সাম্প্রতিক সময়ে ব্যাটে-বলে দারুণভাবে পারফর্ম করছেন বাবর আজম-শাহীন শাহ আফ্রিদিরা। তাতে ধারাবাহিকভাবে পারফর্ম করছে পাকিস্তানও। কদিন আগে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে সিরিজের ট্রফি নিজেদের করে নিয়েছে পাকিস্তান।
এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটের লড়াইয়ে নামবেন বাবর-মোহাম্মদ রিজওয়ানরা। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সাকলাইন মুশতাক জানিয়েছেন, পাকিস্তান যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারে।

এ প্রসঙ্গে মুশতাক বলেন, ‘ড্রেসিংরুম খুবই ইতিবাচক এবং ম্যাচ জেতার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তারা পাকিস্তানের গর্বকে খুব গুরুত্ব সহকারে নেয় এবং পাকিস্তানের ভালো করার জন্য তারা হৃদয় দিয়ে চেষ্টা করে। এই দলটি যেকোনো প্রতিপক্ষকে হারাতে পারে।’
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক
১ ঘন্টা আগে
২৪ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। যেখানে সিরিজের প্রথম দুই টেস্ট ড্র করলেও ম্যাচ হারে পাকিস্তান। ওয়ানডে সিরিজটাও শুরু করেছিল হার দিয়ে। তবে শেষ দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
এমন সিরিজ জয়ে গর্বি পাকিস্তানের প্রধান কোচ। মুশতাক বলেন, ‘এটি একটি ঐতিহাসিক সিরিজ এবং পাকিস্তান ইতিহাস তৈরি করেছে। পাকিস্তান দল যেভাবে খেলেছে এবং জয় পেয়েছে তাতে কোচ হিসেবে আমি দলকে নিয়ে গর্বিত।’