promotional_ad

অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের আয় ২০০ কোটি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ

২৭ ফেব্রুয়ারি ২৫
ওয়াহাব রিয়াজ (বামে) ও নাহিদ রানা (ডানে)

দীর্ঘ দিন পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাকিস্তান। এরফলে পাকিস্তানের নিরাপত্তা ইস্যুতে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি আর্থিকভাবেও বেশ লাভবান হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুধুমাত্র এই দ্বিপাক্ষিক সিরিজ থেকেই প্রায় ২০০ কোটি রুপি আয় করেছে পিসিবি এমনটাই জানিয়েছেন রমিজ রাজা।


২৪ বছর পর পাকিস্তান সফর করেছে অস্ট্রেলিয়া। এই সিরিজ নিয়ে তাই বাড়তি আগ্রহ ছিল ক্রিকেট ভক্তদের। দীর্ঘদিন পর ঘরের মাঠে অজিদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তানি ক্রিকেট ভক্তরা। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ৪০ বছরের আক্ষেপ ঘুচিয়েছে পাকিস্তান।


promotional_ad

এই দ্বিপাক্ষিক সিরিজ থেকে রেকর্ড পরিমাণ আয় করেছে পিসিবি। দেশটির মাটিতে পুনরায় ক্রিকেট চালু হওয়ার পর যা এর আগে করতে পারেনি পিসিবি। এই আর্থিক স্বচ্ছলতা পাকিস্তানের ক্রিকেট উন্নয়নে অবদান রাখবে বলে মনে করেন রমিজ।


আরো পড়ুন

পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক

১ ঘন্টা আগে
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে (বামে), ব্যাটিং কোচ হানিফ মালিক (ডানে), ফাইল ফটো

তিনি বলেন, 'অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের এই সফর থেকেই দুই বিলিয়ন লাভ হয়েছে। সুতরাং, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এটি একটি ইতিবাচক দিক।'


ওয়ানডেতে জয় পেলেও টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হেরে গেছে পাকিস্তান। ক্রিকেট মাঠে পাকিস্তানের জন্য জয়-পরাজয় দুটোই ছিল। তবে আয়োজনের দিক থেকে দশে দশ পাবে পাকিস্তান। এখানে কোনো কমতি ছিল না বলে দাবি রমিজের।


পিসিবির চেয়ারম্যান বলেন, 'অস্ট্রেলিয়া সিরিজের সময় আমরা সবকিছু ঠিকমতো করতে পেরেছি। নিরাপত্তার দিক থেকে কিংবা ক্রিকেটের গুণগত মান বা ভক্তদের সমর্থন সবদিক থেকেই এটি পাকিস্তান ক্রিকেটের জন্য একটি ইতিবাচক মুহূর্ত।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball