promotional_ad

বাবরের চোখে বিশ্বসেরা আফ্রিদি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান

২১ মে ২৫
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (বাম থেকে), ফাইল ফটো

তিন সংস্করণের ক্রিকেটেই পাকিস্তানের বোলিং ইউনিটে নেতৃত্ব দেন শাহিন শাহ আফ্রিদি। প্রায় চার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতোমধ্যেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই পেসার। বাবর আজমের মতে, এই মুহুর্তে বিশ্বের সেরা বোলার আফ্রিদি।


পাকিস্তানের জার্সিতে অভিষেকের পর থেকেই ধারাবাহিক আফ্রিদি। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে বেশ কার্যকরী এই ডানহাতি পেসার। নতুন বলে বড় সুইং করাতে পারেন তিনি। যা ইনিংসের শুরুতে যেকোনো ব্যাটারের জন্যই খেলাটা কষ্টদায়ক।


promotional_ad

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছে পাকিস্তান। ঘরের মাঠের এই সিরিজেও টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিয়েছেন আফ্রিদি। তার পারফরম্যান্সের প্রশংসা শোনা গেছে পাকিস্তানের অধিনায়কের মুখে। বাবর বলেন, 'সে যেভাবে খেলছে এবং পারফর্ম করছে, তাতে সে অনেক দূর যাবে। শাহিন (আফ্রিদি) আমার কাছে এক নম্বর বোলার।' 


দীর্ঘ দিন পর অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলেছে পাকিস্তান। আর এই সিরিজে নিরাপত্তা এবং আয়োজন নিয়ে সন্তুষ্ট ছিল অজিরা। এতে দেশটির ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের শঙ্কা অনেকটাই কেটে গেছে।


অস্ট্রেলিয়া সিরিজের এমন সফলতার কারণে বাকি দেশগুলোও পাকিস্তান সফরে আগ্রহী হবে এমনটাই মনে করেন বাবর। তাছাড়া পাকিস্তানের নিরাপত্তা নিয়ে ইস্যুতে কিছুটা হলেও আস্থা বাড়বে সফরকারী দলগুলোর।


পাকিস্তানের অধিনায়ক বলেন, 'পুরো সিরিজ জুড়েই বেশ দর্শক ছিল এবং দেশের মাটিতে বড় বড় তারকাদের খেলা দেখা সবসময়ই ইতিবাচক। এই সিরিজ (অস্ট্রেলিয়া) অন্যান্য দলগুলোর পাকিস্তানে আসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball