promotional_ad

সুইপে সর্বনাশ, তবু সুইপেই ঔষধ খুঁজছেন সিলভারউড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথিউস

২৩ মে ২৫
ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৩ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। এর ফলে তাদের ম্যাচ হারতে হয়েছে ১০ উইকেটে। এমন হারের পর অনেকে লঙ্কান ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন।


যদিও এমন সময় দলের ব্যাটারদের পাশে দাঁড়াচ্ছেন প্রধান কোচ ক্রিস সিলভারউড। তিনি উল্টো দলের ব্যাটারদের আক্রমণাত্মক মানসিকতার প্রশংসা করেছেন। বেশিরভাগ ব্যাটার সুইপ বা রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হলেও সিলভারউডের বিশ্বাস স্পিন উইকেটে এভাবেই খেলা উচিত।


promotional_ad

ম্যাচ শেষে তিনি বলেন, 'ব্যাটারদের মনোভাব আমি উপভোগ করেছি। তারা ইতিবাচক ছিল। তারা রান বের করতে চাইছিল। আমরা যে পরিস্থিতিতে ছিলাম এবং তখন যদি আমরা ব্লক করার চেষ্টা করতাম, আমার মনে হয় না এটা কাজে দিত। ডিফেন্স করার কোনো যুক্তি ছিল না আজকে।'


আরো পড়ুন

ডেথ বোলিংয়ে উন্নতি করে তাসকিন-নাহিদদের বিশ্বমানের বানাতে চান টেইট

১৬ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জিকে লম্বা সময় ধরে সাক্ষাৎকার দিয়েছেন শন টেইট

এমন উইকেটে আক্রমণাত্মক মানসিকতা নিয়েই খেলা উচিত বলে মনে করেন সিলভারউড। তার ভাষ্য, 'এই ধরনের উইকেটে যখন ফিল্ডিং ঘিরে রেখেছে, চাপ রয়েছে, এমন পরিস্থিতিতে আপনাকে রান বের করতে হবে। আমাদের এটাই করতে হতো এবং অস্ট্রেলিয়ার সংগ্রহকে ছাড়িয়ে যেতে হতো। যেন তারা আবারও ব্যাট করে। এটা সবসময় কাজ করে না।'


দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে ৫ জন আউট হয়েছেন সুইপ বা রিভার্স সুইপ খেলতে গিয়ে। একমাত্র ধনঞ্জয়া ডি সিলভা কোনো আক্রমণাত্মক শট না খেলে আউট হয়েছেন। লঙ্কান কোচ অবশ্য মনে করেন সুইপে আরও বেশি পারদর্শী হতে হবে লঙ্কান ব্যাটারদের। সেক্ষেত্রে উদাহরণ হতে পারেন জো রুট।


সিলভারউড বলেন, 'সত্যিকার অর্থে, সুইপ শট খেলায় আমাদের আরও ভালো হতে হবে। আমরা দেখেছি অস্ট্রেলিয়ানরা সুইপ দারুণভাবে কাজে লাগিয়েছে। আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন দেখেছি জো রুট ও জস বাটলার সুইপ খেলে নিজেদের চাপ কমায়। রুট আমাদের উদাহরণ হতে পারে স্পিন উইকেটে কীভাবে সুইপ খেলতে হয়। এর ফলে সে তার ক্যারিয়ারের সেরা একটি মৌসুম কাটিয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball