promotional_ad

পান্ত বিশেষ কিছু করেনি, ব্রড-অ্যান্ডারসনরা ভুল করেছে: আসিফ

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ঘরের মাঠে উইকেট মন্থর করে নিজেরাই বিপদে পড়ল লক্ষ্ণৌ

২ এপ্রিল ২৫
লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচ হারের পর ঋষভ পান্ত (বামে) ও জহির খান (ডানে), আইপিএল

দুর্দান্ত বোলিংয়ে ভারতকে শুরুতেই চেপে ধরেছিলেন জেমস অ্যান্ডারসন ও ম্যাথু পটস। দ্রুত উইকেট হারানোর পরও ভারতকে খেলায় ফেরান ঋষভ পান্ত। দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতের হাল ধরলেও পান্তের ইনিংসে বিশেষ কিছু দেখছেন না মোহাম্মদ আসিফ। পাকিস্তানের সাবেক এই পেসার মনে করেন, ইংল্যান্ডের বোলাররা ভুল করেছে।


৯৮ রানে ৫ উইকেট হারানোর পর রবীন্দ্র জাদেজাকে নিয়ে দারুণ এক জুটি গড়েন পান্ত। ষষ্ঠ উইকেটে জাদেজাকে নিয়ে গড়া জুটি থেমেছে ২২ রানে। পান্তের ব্যাট থেকে এসেছে ১১১ বলে ১৪৬ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি ছক্কা ও ১৯টি চারে। এই ইনিংস খেলার পথে ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে ধোনির ৯৩ বলে সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যান পান্ত।


promotional_ad

শুরু থেকেই ব্যাট হাতে সাবলীল ছিলেন পান্ত। ৫১ বলে হাফ সেঞ্চুরি পূরণ করে সেঞ্চুরিতে পৌঁছাতে তার লেগেছে মাত্র ৩৮ বল। ৮৮ রান থেকে দুই চারে নব্বইয়ের ঘরে পা রাখেন পান্ত। আর ৯৮ থেকে ডাবল নিয়ে ছুঁয়েছেন তিন অঙ্ক। তবে এসব ছাপিয়ে আসিফের চোখে পড়েছে ইংল্যান্ডের বোলারদের ভুল। 


পান্ত ও জাদেজার মতো দুজন বাঁহাতি ব্যাটার থাকার পরও জ্যাক লিচকে বোলিং করিয়েছেন বেন স্টোকস। বাঁহাতি এই স্পিনারের বল থেকে দারুণভাবে ফায়দা লুটেছেন পান্ত ও জাদেজা। বিশেষ করে বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার ছিলেন বেশ আক্রমণাত্বক। আর নিজের প্রথম ওভারে লিচ দেন ৯ ওভারে ৭১ রান। 


পান্তের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে আসিফ বলেন, ‘এটি সম্পূর্ণরূপে ইংল্যান্ডের বোলারদের ভুল ছিল কারণ পান্ত বিশেষ কিছু করেনি। টেকনিক্যালি সে ভুল ছিল। তার বাঁ হাত কাজ করে না তবুও সে সেঞ্চুরি করেছে। কারণ ইংল্যান্ডের বোলাররা তার দুর্বল জায়গায় বল করেনি।’


‘আমি আলাদা করে কারও নাম বলবো না। কিন্তু ইংল্যান্ড অনেক ভুল করেছে। যখন জাদেজা এবং পান্ত ব্যাটিং করছিলো তখন তারা একজন বাঁহাতি স্পিনার নিয়ে এসেছিল। সেই মুহূর্তে যা আদর্শ ছিল না। আমি পান্তের বিপক্ষে না। কিন্তু প্রতিপক্ষে এই ধরনের সিদ্ধান্তে আপনি সেঞ্চুরি ধার পান।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball