promotional_ad

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন আফ্রিদি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেল পাকিস্তান। ইনজুরির কারণে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য পেসার শাহীন শাহ আফ্রিদি। শুধু এশিয়া কাপেই নয় ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও অংশ নিতে পারবেন না তিনি।


পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে অন্তত ৪-৬ সপ্তাহের বিশ্রামে থাকতে হবে আফ্রিদিকে। এই পেসার স্ক্যান ও বর্তমান রিপোর্ট হাতে আসার পরই তাকে নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান দলের মেডিক্যাল টিম।


promotional_ad

ধারণা করা হচ্ছে নিউজিল্যান্ড ও বাংলাদেশকে নিয়ে অক্টোবরে মাঠে গড়ানো ত্রিদেশীয় সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে পারেন আফ্রিদি। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে নিয়ে দল সাজানোর পরিকল্পনা রয়েছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের।


আরো পড়ুন

আবারও রিশাদের ৩ উইকেট, লাহোরের বড় জয়

১৬ এপ্রিল ২৫
লাহোর কালান্দার্সের হয়ে বোলিংয়ে আবারও আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন

সর্বশেষ শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে হাঁটুর চোটে পড়েছিলেন আফ্রিদি। এই চোটের কারণে সেই টেস্ট তো বটেই সিরিজের দ্বিতীয় টেস্টেও মাঠে নামতে পারেননি। প্রায় মাস খানেক অপেক্ষায় থাকলেও চোটের অগ্রগতি হয়নি। ফলে তাকে আবারও পরীক্ষা-নীরিক্ষার জন্য পাঠায় পাকিস্তান দলের মেডিক্যাল টিম।


এ প্রসঙ্গে পিসিবির প্রধান মেডিক্যাল অফিসার ডাঃ নাজিবউল্লাহ সমর বলেন, 'শাহীনের সঙ্গে আমার কথা হয়েছে এবং সে এই খবর নিয়ে হতাশ। কিন্তু  সে একজন তরুণ খেলোয়াড়, সে শক্তিশালী হয়ে ফিরে এসে দেশকে এবং নিজের দলকে প্রতিনিধিত্ব করবে। সে পুনর্বাসনে ইতোমধ্যে উন্নতি করেছে। এখন এই ব্যাপারটি স্পষ্ট যে তার সেরে উঠতে আরও সময় লাগবে এবং সে সম্ভবত অক্টোবরে প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরবে।'


পুনর্বাসনের পুরো সময় আফ্রিদি পাকিস্তান দলের সঙ্গেই থাকবেন। দ্রুতই তার বিকল্প ক্রিকেটার ঘোষণা করার কথা রয়েছে পিসিবির। সোমবার পাকিস্তান দল আরব আমিরাতে পা রাখবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball