এশিয়া কাপে ভারতের চেয়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন ওয়াটসন
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি
১২ ঘন্টা আগে
দ্বিপাক্ষিক সিরিজে লম্বা সময় দাপট দেখালেও বিশ্বকাপের মঞ্চে গিয়ে ভারতের কাছে হোঁচট খেতো পাকিস্তান। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিজেদের ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসেছে বাবর আজমের দল। ১০ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ পেয়েছে পাকিস্তান।

বিশ্বকাপে পাওয়া সেই এক জয়েই ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার আত্মবিশ্বাস পেয়েছে পাকিস্তান, একদিন আগেই এমন মন্তব্য করেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক এই পেসারের সুরেই এবার কথা বললেন শেন ওয়াটসন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের আত্মবিশ্বাস থাকায় এশিয়া কাপে পাকিস্তানের জয়ের সম্ভাবনা বেশি দেখছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার।
এ প্রসঙ্গে ওয়াটসন বলেন, ‘পাকিস্তানের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। ভারতকে ধরে রাখা কঠিন, বিশেষ করে ওদের ব্যাটিং অর্ডার শক্তিশালী। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে বলব, বিশেষ করে আমি ওদের বিরুদ্ধে খেলেছি বলে জানি, যখন ওদের আত্মবিশ্বাস তুঙ্গে তখন ওরা প্রায় অপ্রতিরোধ্য। এবং ওদের আত্মবিশ্বাস এখন যেখানে আছে, তাতে ওরা জানে যে ওরা একটি বড় টুর্নামেন্টে ভারতকে হারাতে পারে।’
২৮ আগস্ট ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। যেখান বাবর আজমদের এগিয়ে রেখে অজিদের সাবেক অলরাউন্ডার বলেন, ‘আমি মনে করি, এই ম্যাচ জেতার সুযোগ বেশি। কারণ বাড়তি আত্মবিশ্বাস থাকবে ওদের। কারণ ওরা ভারতের বিরুদ্ধে দীর্ঘ সময় পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো জয় পেয়েছিল।’
৬ দল নিয়ে ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের এবারের আসর। যেখানে ভারত, পাকিস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং হংকং। তবে ওয়াটসন মনে করেন, ভারত-পাকিস্তানের ম্যাচে যারা জিতবে তারাই চ্যাম্পিয়ন হবে।
ওয়াটসন বলেন, ‘পাকিস্তানের এখন পূর্ণ বিশ্বাস যে, ওরা এই ভারতকে হারাতে পারে। আমি মনে করি, সত্যিই এই খেলাটি যে জিতবে, সে এশিয়া কাপ জিতবে।’