পাকিস্তান দলে একজন হার্দিক নেই: আকিব জাভেদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হার্দিকের ২৪ লাখ রুপি জরিমানা, শাস্তি পেলেন নেহরাও
৭ মে ২৫
মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি মিডিয়াম পেস, সবমিলিয়ে কার্যকরী এক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ফিল্ডিংয়েও বেশ মনযোগী এই ভারতীয়। এমন একজন ক্রিকেটার যেকোনো দলেই ভারসাম্য এনে দিতে সাহায্য করে। পাকিস্তান দলে এমন একজন অলরাউন্ডারের অভাব বোধ করছেন আকিব জাভেদ।
চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচে ব্যাট হাতে শেষের সমীকরণ মিলিয়ে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন হার্দিক। এর আগে বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। সবমিলিয়ে ম্যাচ সেরাও হয়েছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার।

গ্রুপ পর্বের পর এবার সুপার ফোরে আরও একবার মুখোমুখি দুই দল। এই ম্যাচেও পার্থক্য গড়ে দিতে পারেন হার্দিক, এমনটাই ধারণা আকিব জাভেদের। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের মতে পাকিস্তান দলেও এমন একজন অলরাউন্ডার খুবই প্রয়োজনীয়।
ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি
১১ ঘন্টা আগে
ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে আকিব জাভেদ বলেন, 'ভারতের সবচেয়ে বড় সুবিধা হল হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের এমন একজন অল-রাউন্ডার নেই, সে আমাদের আব্দুল রাজ্জাকের মতোই কার্যকর।'
টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিং খুবই গুরুত্বপূর্ণ। যেখানে বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন হার্দিক। পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু দিতে পারেন এই অলরাউন্ডার। তাই টি-টোয়েন্টি ক্রিকেটে আরও উন্নতি করতে হলে পাকিস্তান দলেও হার্দিকের মতো একজন অলরাউন্ডারের বিকল্প দেখছেন না আকিব জাভেদ।
তিনি বলেন, 'পাকিস্তান যদি টি-টোয়েন্টিতে আরও উন্নতি করতে চায়, তবে তাদের খুব শীঘ্রই তার (হার্দিক) মতো একজন অল-রাউন্ডার খুঁজে বের করতে হবে। কারণ টি-টোয়েন্টিতে, আপনার দলে কতজন অল-রাউন্ডার আছে তা গুরুত্বপূর্ণ, যেমন ভারতের জাদেজা এবং পান্ডিয়া রয়েছে। এটি ভারতের জন্য বাড়তি সুবিধা এবং পাকিস্তানের জন্য ঘাটতির জায়গা।'