promotional_ad

বিশ্বকাপ দলে মালিককে দেখতে চেয়েছিলেন হাফিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিসিবির ৫ লাখ রুপির চাকরি ছেড়ে দিলেন মালিক

১৫ মে ২৫
শোয়েব মালিক, ফাইল ফটো

ব্যাট হাতে এখনও তুখোড় ফর্মে শোয়েব মালিক। এমন পারফরম্যান্সের পরও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাকে উপেক্ষা করা হয়েছে। সীমিত ওভারের এই বিশ্বকাপ দিয়ে মালিককে মাঠ থেকে বিদায় নেয়ার সুযোগ দেয়ার দরকার ছিল বলে মনে করেন মোহাম্মদ হাফিজ।


চলতি বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন হাফিজ। সেই সময় সতীর্থ মালিককেও অবসর নিয়ে নেয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। কারণ তিনি জানতেন মালিক তার প্রাপ্য সম্মান পাবেন না। হাফিজ মনে করেন মালিকও শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় ছিলেন।


promotional_ad

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাফিজ বলেন, 'মালিক ২১-২২ বছর পাকিস্তানের জন্য নিজের সেরাটা দিয়েছে এবং লম্বা সময় যেভাবে সে ফিটনেস ধরে রেখেছে এটা অবিশ্বাস্য। আমি যখন অবসর নিয়েছিলাম মালিককে বলেছিলাম তুমিও অবসর নিয়ে নাও। কারণ আমি জানতাম যে তাকে যথাযথ সম্মান দেয়া হবে না। এটা আমার ক্ষেত্রেও স্পষ্ট ছিল। আমার মনে হয় সে শেষবারের মতো খেলতে চেয়েছিল, কিন্তু ক্রিকেট এমনই নিষ্ঠুর।'


ম্যাচ খেলে ওয়ানডে থেকে মালিককে বিদায়ের সুযোগ করে না দেয়ায় সমালোচনা করেছেন হাফিজ। তিনি মনে করেন ম্যানেজমেন্টের উচিত ছিল তার জন্য একটি ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা। সব ক্রিকেটারের বিদায় দেয়ার ক্ষেত্রেই ম্যানেজমেন্ট উদাসিন বলে অভিযোগ করেছেন এই অলরাউন্ডার।


হাফিজ বলেন, 'দুর্ভাগ্যবসত সে যখন ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয় তখনও বিদায়ী ম্যাচের আয়োজন করা হয়নি। তার অবদানের কথা চিন্তা করে তাকে একটি ম্যাচ খেলে বিদায় নেয়ার সুযোগ দেয়ার প্রয়োজন ছিল। বিদায় দেয়ার ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট সবসময়ই উদাসীন।'


মালিক বিশ্বকাপে থাকলে দলের ভারসাম্য বৃদ্ধি পেত বলে মনে করেন হাফিজ। তার ভাষ্য, 'সে যদি বিশ্বকাপে অংশ নিত তাহলে দলে একজন সিনিয়র খেলোয়াড় পেত। সে কাট করতে পারে না, পুল করতে পারে না এটা বলবেন না। ভুলে গেলে হবে না ২ বছর সে ক্রিকেট খেলেছে সে কি এই শটগুলো খেলেনি? এটা আমাদের বুঝতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball