স্টোকস-হেলসের সম্পর্কের প্রভাব পড়বে না ইংল্যান্ড দলে: ম্যাথু মট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাকিবের সঙ্গে নতুন করে পিএসএলে যোগ দিলেন যারা
১৬ মে ২৫
২০১৭ সালের সেপ্টেম্বরে ব্রিস্টলে নাইট ক্লাবের বাইরে মারামারিতে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন বেন স্টোকস ও অ্যালেক্স হেলস। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক হয়েছিলেন স্টোকস। আর বিশ্ব আসরের আগে নিষিদ্ধ ঔষধ সেবন করে ইংল্যান্ড দলের বাইরে চলে যান হেলস।
তৎকালীন অধিনায়ক ইয়ন মরগানের চোখে এই ঘটনায় হেলসের 'অবহেলা ছিল।' এরপর থেকে ইংল্যান্ডের জাতীয় দলের বিবেচনা থেকেও ছিটকে যেতে হয়েছিল এই ওপেনারকে। কিছুদিন আগেই অবসরে গেছেন মরগান। দলের নেতৃত্ব এখন জস বাটলারের হাতে। কোচের দায়িত্বেও নেই ট্রেভর বেলিস।

হেলস সীমিত ওভারের কোচ হিসেবে এবার পাচ্ছেন ম্যাথু মটকে। তার মতামত নিয়েই পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফেরানো হয়েছে তাকে। মট সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ইসিবির ব্যবস্থাপনা পরিচালক রব কি তাকে হেলসকে ফেরানোর ব্যাপারে বলেছিলেন।
তিনি বলেন, 'কি আমাকে ফোনে জানানোর পর আমি ট্রেভর বেলিসকে জিজ্ঞেস করেছিলাম তার কোনো মতামত আছে কিনা। যেহেতু তখন সে কোচ ছিল (ইংল্যান্ডের) এবং সে তার সঙ্গে কাজ করেছে সিডনি থান্ডার্সে। সে বলেছে তাকে (হেলস) নিয়ে কোনো সমস্যা নেই। সে ভুল করেছে কিন্তু সে ভালো হওয়ার চেষ্টা করেছে এবং আমি এভাবেই দেখছি। কেউই পরিপূর্ণ নয়, আমিও নই। সে ভালো হওয়ার জন্য চেষ্টা করেছে এবং আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে সে অন্যতম সেরা।'
গুঞ্জন আছে ব্রিস্টল কান্ডের পর স্টোকসের সঙ্গে বন্ধুত্বের অবনতি হয়েছে হেলসের। তবে ইংল্যান্ড দলে এর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন মট। তার বিশ্বাস তাদের সম্পর্ক ভালো না হলেও দুজনেরই লক্ষ্য একটাই থাকবে, সেটা ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো।
স্টোকস ও হেলসের সম্পর্ক নিয়ে মট বলেন, 'তারা হয়তো সেরা সঙ্গী হবে না এবং এটা ঠিক আছে। আপনি এমন সহ-কর্মীদের সঙ্গে কাজ করবেন যারা আপনার সেরা সঙ্গী হবে না। কিন্তু যখন আপনি তাদের সঙ্গে কাজ করবেন আপনাদের একটি সম্মিলিত লক্ষ্য থাকবে। বেন (স্টোকস) বলেছে সে বিশ্বকাপ জিততে চায়। অ্যালেক্সও তাই বলেছে। আমরা সবাই এটাই বলেছি। তাই চেষ্টা করতে হবে এবং সেরা ক্রিকেটারকে নিতে হবে। তাদের সম্পর্ক যদি আবারও ভালো হয়ে যায় তাহলে দারুণ হবে। যদি নাও হয় তবুও তাদের লক্ষ্য একই থাকবে। এভাবেই একটি দল কাজ করে।'