হেলসের প্রত্যাবর্তনের ম্যাচে ইংল্যান্ডের সহজ জয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
করাচিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে সাত ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। প্রথমে লুক উড, আদিল রশিদদের দারুণ বোলিং এবং পরবর্তীতে অ্যালেক্স হেলসের হাফ সেঞ্চুরি ও হ্যারি ব্রুকের ঝড়ো ইনিংসে জিতেছে ইং??্যান্ড।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫৮ রান তোলে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৯.৩ ওভারে ৮৫ রান তোলে তারা। এরপর ব্যাটারদের ব্যর্থতায় আর বড় সংগ্রহ পাওয়া হয়নি পাকিস্তানের।
২৪ বলে ৩১ রান আসে অধিনায়ক বাবর আজমের ব্যাটে। আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান করেন ৪৬ বলে ৬৮ রান। ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কার মার।

এ ছাড়া হায়দার আলী ১১ ও ইফতেখার আহমেদ ১৭ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। ইংল্যান্ডের হয়ে অভিষিক্ত উড নেন ২৪ রান খরচায় তিন উইকেট। এ ছাড়া রশিদ নেন ২৭ রান খরচায় দুই উইকেট।
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
৯ ঘন্টা আগে
লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০ রানেই ফিরে যান ইংলিশ ওপেনার ফিল সল্ট। তিনে নামা ডেভিড মালানও খুব বেশি সুবিধা করতে পারেননি। ১৫ বলে ২০ রান করে ফিরে যান তিনি। ৮৭ রানের মধ্যে বেন ডাকেটের উইকেটও হারায় ইংল্যান্ড।
তিনি করেন ১৭ বলে ২১ রান। তারপর হেলসের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন ব্রুক। দীর্ঘ তিন বছর পর দলে ফিরেই হাফ সেঞ্চুরির দেখা পান হেলস। হাফ সেঞ্চুরির পর দলীয় ১৪২ রানের মধ্যে ফিরে যান তিনি। ৪০ বলে সাতটি চারের সাহায্যে ৫৩ রান করেন হেলস।
এরপর ইংল্যান্ডের জিততে আর একটুও কষ্ট হয়নি। ২৫ বলে সাতটি চারে ৪২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ব্রুক। ১৯.২ ওভারে খেলা শেষ করে ইংল্যান্ড। পাকিস্তানের হয়ে ৩৬ রান খরচায় দুই উইকেট নেন উসমান কাদির।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান- ১৫৮/৭ (২০ ওভার) (রিজওয়ান ৬৮, বাবর ৩১; উড ৩/২৪, রশিদ ২/২৭)।
ইংল্যান্ড- ১৬০/৪ (১৯.২ ওভার) (হেলস ৫৩, ব্রুক ৪২*; কাদির ২/৩৬)।