৫ মাসে ২ বার পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
লম্বা সময় পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। ২০২২-২৩ মৌসুমে মোট দুবার পাকিস্তান যাবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। এই দুই সফরে দুটি টেস্ট, আটটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে উইলিয়ামসনবাহিনী।
এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সফরের প্রথম লেগ শুরু হবে আগামী ডিসেম্বরে। ২৭-৩১ ডিসেম্বর করাচি টেস্ট এবং ৪-৮ জানুয়ারি মুলতান টেস্ট খেলবে দুই দল।

১৯৯০ সালের পর এবারই প্রথম করাচিতে টেস্ট খেলবে নিউজিল্যান্ড! এই দুটি টেস্ট খেলেই করাচিতে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে অংশ নেবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তবে এই লেগে মাত্র তিনটি ওয়ানডে খেলবে এই দুটি দল।
মিরপুরে ‘ড্র’ করে সিরিজ হার সোহানদের
৪ ঘন্টা আগে
ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ১১, ১৩ এবং ১৫ জানুয়ারি। তিনটি ম্যাচই আইসিসি সুপার লিগের অংশ। ম্যাচগুলো শেষে সমাপ্ত হবে প্রথম লেগের। দ্বিতীয় লেগ শুরু হবে ২০২৩ সালের এপ্রিলে।
দ্বিতীয় দফায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির মাধ্যমে শুরু হবে সফর। তারপর অবশিষ্ট পাঁচটি ওয়ানডে খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
করাচিতে ১৩, ১৫, ১৬ এবং ১৯ এপ্রিলে অনুষ্ঠিত হবে প্রথম চারটি টি-টোয়েন্টি। সিরিজের পঞ্চম শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল, লাহোরে। ২৬ ও ২৮ এপ্রিল লাহোরে দুটি ওয়ানডে খেলবে তারা।
সিরিজের শেষ তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৪ এবং ৭ মে। ২০০৩ সালের পর মাঝের ১৯ বছরে পাকিস্তানের মাটিতে কোনও ম্যাচ খেলেনি নিউজিল্যান্ড।