promotional_ad

বিশ্বকাপে দল সাজানো হবে প্রতিপক্ষ বিবেচনায়: শ্রীরাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

১ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

ত্রিদেশীয় সিরিজে টানা চার ম্যাচে হেরেছে বাংলাদেশ। এমন একটি সিরিজ থেকেও প্রাপ্তির অনেক কিছু দেখছেন বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। এই সিরিজের পরীক্ষা-নিরিক্ষা টি-টোয়েন্টি বিশ্বকাপে সঠিক কম্বিনেশন তৈরি করতে সাহায্য করবে বলে মনে করেন তিনি।


পুরো সিরিজ জুড়েই বাংলাদেশের হতাশার কেন্দ্রবিন্দুতে ছিল ব্যাটিং। যদিও শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে লিটন দাস ও সাকিব আল হাসানের জোড়া হাফ সেঞ্চুরিতে ১৭৭ রান করেছিল টাইগাররা। সেই রান ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে পাকিস্তান।


promotional_ad

ম্যাচ শেষে শ্রীরাম বলেছেন, 'বাংলাদেশকে জেতার জন্য সবকিছু একত্র করতে হবে। পাকিস্তানের বিপক্ষে আমাদের দুটি সুযোগ ছিল। প্রথম ম্যাচে শেষ ১০ ওভারে ১০০ রান দরকার ছিল আমাদের, এই ম্যাচেও ১০ ওভারে ১০০ রান ডিফেন্ড করতে হতো। দুই ম্যাচেই অল্পের জন্য হয়নি। এই ছোটো মার্জিনগুলোই আমাদের শিখতে হবে।'


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

'দল যখন ধারাবাহিকভাবে জিতবে, দল জানবে শেষদিকে কীভাবে ওভারে ১০ করে রান করতে হয় বা ১০ রান ডিফেন্ড করতে হয়, যেটা ভালো দলগুলো করে থাকে। আমি মনে করি না, এটা কেবল নির্দিষ্ট একটি জায়গা বা নির্দিষ্ট একজনের বিষয় নয়। এটা পুরো দলের সমন্বিত ব্যাপার।'


এই ত্রিদেশীয় সিরিজে চারটি ভিন্ন ভিন্ন ওপেনিং জুটি খেলিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান, দ্বিতীয় ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত, তৃতীয় ম্যাচে শান্ত ও লিটন, আর শেষ ম্যাচে ওপেনিং করেছেন শান্ত ও লিটন দাস। যদিও কোনো জুটিই স্বস্তি এনে দিতে পারেনি। শ্রীরাম জানিয়েছেন সেরা জুটিকেই বিশ্বকাপে দেখা যাবে। এমনকি দল সাজানো হবে প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনা করেই।


তিনি বলেন, 'যে সেরা দলটিকে খেলাতে চাই, সেটা নিয়ে আমরা পরিষ্কার আছি। অধিনায়ক, আমি এবং ডিরেক্টর, আমরা সবাই একই অবস্থানে আছি। কি কম্বিনেশন চাই, তা নিয়ে আমরা পরিষ্কার। আমাদের ভাবনায় দুই-তিনটি কম্বিনেশন আছে। কন্ডিশন, প্রতিপক্ষ বিবেচনায় আমরা সেভাবে দল সাজাবো এবং মানিয়ে নেব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball