আবারও পেশোয়ারের হেড কোচের দায়িত্বে স্যামি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশকে হারাতে হলে সেরা খেলাটাই খেলতে হবে: স্যামি
৮ ডিসেম্বর ২৪
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও পেশোয়ার জালমির হেড কোচের দায়িত্বে ফিরলেন ড্যারেন স্যামি। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজি।
পিএসএলের গত আসরে এই দলটির দায়িত্বে ছিলেন জেমস ফস্টার। ইংল্যান্ডের সাবেক কিপার ব্যাটারের ওপর আস্থা হারানোয় আবারও স্যামির পেছনে ছুটছে পেশোয়ার।

এর আগে ২০২০ এবং ২০২১ মৌসুমেও পেশোয়ারের হেড কোচের ভূমিকায় ছিলেন স্যামি। এ ছাড়া খেলোয়াড় হিসেবে ২০১৬ সালে পিএসএলের প্রথম আসর থেকেই পেশোয়ারে ছিলেন ওয়েস্ট ইন্ডিজকে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক।
রিশাদের স্পিন আর আফ্রিদির পেসে ইসলামাবাদকে উড়িয়ে ফাইনালে লাহোর
২২ ঘন্টা আগে
এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে শুরুতেই সহ-অধিনায়কের দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৭ সালে শহীদ আফ্রিদি নেতৃত্ব ছাড়লে তিনি অধিনায়কত্ব পান। ওই বছর পিএসএল শিরোপাও জিতেছিল পেশোয়ার।
এরপর ২০১৮, ২০১৯ ও ২০২১ আসরে রানার্সআপ হয় দলটি। সর্বশেষ আসরে এলিমিনেটরে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় পেশোয়ার। এরপরেই ফস্টারের ওপর ভরসা হারায় দলটি।
২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি শুরু হবে পিএসএলের পরবর্তী আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মার্চ।