মাথায় বলের আঘাত পেয়ে হাসপাতালে মাসুদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়কত্ব হারাচ্ছেন মাসুদ, পাকিস্তানের নেতৃত্ব পাচ্ছেন শাকিল
১৬ মে ২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল পাকিস্তান। মাথায় বলের আঘাত লাগায় হাসপাতালে ভর্তি হলেন শান মাসুদ।
আগামী ২৩ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। এ ম্যাচের আগে ব্রিসবেন থেকে গতকালই মেলবোর্নে গিয়েছে বাবর আজমের দল। সেখানে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুশীলন করেছে পাকিস্তান দল।

দলের সঙ্গে অনুশীলন করতে গিয়ে আঘাত পান মাসুদ। মোহাম্মদ নওয়াজের খেওলা শট মাসুদের মাথার ডান পাশে। তখন বোলারের প্রান্তে দাড়িয়ে ছিলেন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। বলের আঘাতে মাটিতে শুয়ে পড়েন মাসুদ। প্রায় ৬–৭ মিনিট মাটিতেই পড়ে ছিলেন তিনি।
এরপর চোটের জায়গায় স্ক্যান করানোর জন্য তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যওয়া হয়েছে। স্ক্যান করার পর সেই রিপোর্ট হাতে পেলে তার চোট প্রসঙ্গে বিস্তারিত জানা যাবে।
ক্রিকেট পাকিস্তানের টুইটে বলা হয়েছে, ‘এমসিজিতে পাকিস্তানের নেট সেশনে মাথার ডান পাশে বলের আঘাত পাওয়ায় স্ক্যান করাতে শান মাসুদকে হাসপাতালে নেয়া হয়েছে।’
ধারণা করা হচ্ছে, মাসুদের চোট গুরুত্বর হতে পারে। সেক্ষেত্রে বিশ্বকাপে তার খেলা নিয়ে যথেষ্ট শঙ্কা দেখা দিয়েছে। স্ক্যান রিপোর্ট পাওয়ার পর এ সম্পর্কে বিস্তারিত জানাবে পিসিবি।