বাবরকে আউট করবেন আর্শদীপ, রায়নার ভবিষ্যদ্বাণী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি
৬ ঘন্টা আগে
২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে ভারত। এই ম্যাচে সবার নজর থাকবে দুই দলের দুই সেরা ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজমের দিকে।
ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না ভবিষ্যদ্বাণী করেছেন এই ম্যাচে আর্শদীপ সিংয়ের শিকার হবে পাকিস্তান অধিনায়ক বাবর। যদিও তার অধিনায়কত্বের প্রশংসা করেছেন রায়না।

তিনি বলেন, 'সে (বাবর) ভালো অধিনায়ক এবং সে ভালো ক্রিকেটারও। সে তার দলের জন্য অনেক অবদান রেখেছে। কিন্তু আশাকরি সে যখন আমাদের বিপক্ষে খেলবে আর্শদীপ তাকে আউট করবে।'
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এর আগে এশিয়া কাপে দুইবার ভারত-পাকিস্তান লড়াই দেখেছে ক্রিকেট বিশ্ব।
যদিও দুইবারের দেখায় একবার করে জয় পেয়েছে ভারত ও পাকিস্তান। দুই ম্যাচেই আর্শদীপের বিপক্ষে খেলতে বেশ বেগ পেতে হয়েছে বাবরকে। দুই ইনিংসে আর্শদীপের বলে মোটে ৬ বলে ৬ রান নিতে পেরেছেন তিনি।
এর মধ্যে একটি বাউন্ডারি ও তিনটি ডট বল ছিল। এ ছাড়াও বাঁহাতি পেসারদের বিপক্ষে বাবরের দুর্বলতা রয়েছে। গত দুই বছরে ১২বার বাঁহাতি পেসারদের শিকার হয়েছেন তিনি।