কোহলিকে কেন অবসর নিতে বলেছিলেন, তা খোলাসা করলেন শোয়েব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পুরষ্কার বিতরণী মঞ্চে পিসিবির কাউকে না দেখে হতবাক শোয়েব
১০ মার্চ ২৫
মাসখানেক আগে বিরাট কোহলি যখন সেঞ্চুরি খরায় ছিলেন, তখন তাকে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ার পরামর্শ দিয়েছিলেন শোয়েব আখতার। সম্প্রতি তাকে এমন পরামর্শ দেয়ার কারণ খোলাসা করলেন পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার।
কয়েকমাস আগের কথা। এশিয়া কাপ তখনও শুরু হয়নি। এমন সময়ে কোহলিকে উদ্দেশ্য করে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব তাকে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিতে বলেছিলেন। অবশ্য এর কারণ সেখানেই জানিয়েছিলেন শোয়েব।

কোহলি যেন চাপমুক্ত থেকে শুধুমাত্র ওয়ানডে ও টেস্ট খেলে শচিন টেন্ডুলকারের একশ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারেন, এমনটাই চাওয়া ছিল শোয়েবের। কোহলি সেঞ্চুরি পান এশিয়া কাপেই, আফগানিস্তানের বিপক্ষে।
১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা
২১ ঘন্টা আগে
সেই ফর্ম টেনে এনেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। পাকিস্তানের বিপক্ষে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের অসাধারণ এক ইনিংস খেলে দল জেতান তিনি। তারপরই ভারতীয় সমর্থকরা শোয়েবকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে 'ট্রল' বা উপহাস শুরু করে। যা নজর এড়ায়নি শোয়েবের।
পূর্বের কথার ব্যাখ্যা দিতে গিয়ে নতুন ভিডিওতে শোয়েব বলেন, 'সে (কোহলি) দারুণভাবে ফিরে এসেছে। আমি চেয়েছিলাম সে টি-টোয়েন্টি থেকে অবসর নিক। কারণ আমি চাইনি টি-টোয়েন্টিতে সে তার শক্তির অপচয় করুক।'
'সে যেভাবে পাকিস্তানের বিপক্ষে খেলেছে তাতে সে ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি করতে পারতো। আমার মনে হয়, জীবনের সবচেয়ে সেরা ইনিংসই সে এখানে খেলেছে। সে এমনটা খেলতে পেরেছে কারণ নিজের প্রতি তার বিশ্বাস ছিল। সে মাঠে এমনই এক চরিত্র।'