পন্টিংয়ের বার্তায় অনুপ্রাণিত হয়ে পাকিস্তানকে হারিয়েছেন রাজা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে এক রানে পাকিস্তানকে হারিয়েছে জিম্বাবুয়ে। এই ম্যাচে মাত্র ২৫ রান খরচায় তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সিকান্দার রাজা। ম্যাচ শেষে তিনি জানালেন, অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের বার্তায় অনুপ্রাণিত হয়ে পাকিস্তানকে হারিয়েছেন তিনি।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সেই ভিডিও বার্তায় পন্টিং বলেছিলেন, রাজা যেন জানেন ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে কী করতে হবে। পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচে রাজা ভাগ্য বদলে দিতে পারেন বলেও অনুমান করেছিলেন তিনি।

কার্যত ম্যাচেও ঠিক এমনটাই হয়েছে। ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শান মাসুদ ও শাদাব খানের জুটিতে ঘুরে দাঁড়াচ্ছিল পাকিস্তান। আর তখনই (১৪তম ওভার) পরপর দুই বলে শাদাব খান ও হায়দার আলীকে ফিরিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন রাজা।
বেনেটের সেঞ্চুরি, তবুও ইনিংস ব্যবধানে হারের পথে জিম্বাবুয়ে
১০ ঘন্টা আগে
ম্যাচ শেষে তিনি বলেন, 'আজ (বৃহস্পতিবার) সকালে আমার কাছে একটি ভিডিও ক্লিপ পাঠানো হয়। সেখানে রিকি পন্টিং কিছু কথা বলেছিলেন। আমি খুবই উত্তেজিত ছিলাম, খুব ভীত ছিলাম। আজকের দিনটি নিয়ে রোমাঞ্চিতও ছিলাম। অনুপ্রেরণা সবসময়ই ছিল। তবে বাড়তি একটা ধাক্কার প্রয়োজন ছিল। আমার মনে হয়, সেই ভিডিওটি ধাক্কার কাজ করে দিয়েছে। তাই পন্টিংকে অনেক ধন্যবাদ।'
'আমি ঘুম থেকে ওঠার পর আমার এক বন্ধু মেসেজ দিল, তুমি কি আইসিসির পেজের ভিডিওটি দেখেছ? আমি বললাম, না! তখন সে বলল, তাহলে তাড়াতাড়ি দেখে ফেলো। সেই ভিডিওটি ছিল রিকি পন্টিংয়ের। তিনি আমাদের দলের ব্যাপারে, বিশেষ করে আমাকে নিয়ে ভালো ভালো কথা বলছিলেন। আমার পরিবার, বন্ধুবান্ধবরা বলছিল এটি দেখে তাদের চোখে আনন্দের অশ্রু চলে এসেছিল।'
নিজের শেষ ওভারে শান মাসুদকেও স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন রাজা। ম্যাচ তখনই ঘুরে যায় জিম্বাবুয়ের দিকে। শেষ পর্যন্ত চরম উত্তেজনার এই ম্যাচে এক রানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে।