ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে চান হেইডেন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি
৬ ঘন্টা আগে
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল ভারত। এরপর তারা জিম্বাবুয়ের বিপক্ষে হারলে তাদের শেষ দেখে ফেলেছিলেন অনেকে। যদিও সময় মতো ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাবর আজমের দল।
বুধবার তারা নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে। এই ম্যাচে হারের পর পাকিস্তান দলের মেন্টর ম্যাথু হেইডেন জানিয়েছেন, তারা ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকেই চান। মূলত প্রতিশোধ নেয়ার নেশাতেই বিরাট কোহলি-রোহিত শর্মাদের মোকাবেলা করতে চাইছেন তিনি।

এ প্রসঙ্গে হেইডেন বলেন, 'আমি ফাইনালে ভারতকে মোকাবেলা করতে চাই। কারণ পৃথিবীর এক তৃতীয়াংশ জনগণ এক সঙ্গে ম্যাচটি দেখবে। এই ব্যাপারটি অকল্পনীয় হবে। আপনি কি এটা ভাবতে পারেন? যদি কয়েকদিন পরের কথা চিন্তা করি ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে মেলবোর্নে কি পরিমাণ উন্মাদনা হবে। তবে আজকের রাতটি বিশেষ কিছু।'
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
নিউজিল্যান্ডের দেয়া ১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম মিলেই যোগ করেছেন ১০৫ রান। মূলত তাদের ওপেনিং জুটিই পাকিস্তানের জয় পথ সহজ করে দেয়। যদিও হেইডেন মনে করেন আসল কাজটি করেছে বোলাররাই।
তিনি বলেন, 'সকলেই বাবর ও রিজওয়ানের কথা বলবে, কিন্তু আমাদের বোলিং আক্রমণ অবিশ্বাস্য কাজ করেছে। আমি (মোহাম্মদ) হারিসের কথাও উল্লেখ করতে চাই। সে নেটে প্রতিটি ফাস্ট বোলারের মুখোমুখি হয় এবং তাদের ওপর চওড়া হয়ে খেলে।'
বিশেষ করে শাহীন আফ্রিদির প্রশংসা করে হেইডেন বলেন, 'এই উইকেটে বোলারদের মানিয়ে নেয়ার প্রয়োজন ছিল এবং আমরা শাহীনকে লড়াইয়ের পুঁজি এনে দিতে পেরেছিলান। যদি তার রিভার্স সুইং শুরু হয়ে যায় তাহলে তাকে মোকাবেলা করা কঠিন। হারিসও ১৫০ গতিতে বল করতে পারে।'