ফাইনালে পাকিস্তান সফরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বাটলার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু কিছুদিন আগেই পাকিস্তান সফরে গিয়েছিল ইংল্যান্ড দল। যেখানে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে তারা। পাকিস্তান সফরের সেই অভিজ্ঞতা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কাজে লাগাতে চান জস বাটলার।
পাকিস্তান সফরে অবশ্য পূর্ণশক্তির ইংল্যান্ড দল পাঠায়নি ইংল্যান্ড। সেই সফরের ইংল্যান্ড দলে অভিষেকের অপেক্ষায় ছিলেন পাঁচ ক্রিকেটার। অধিনায়ক হিসেবে বাটলার পুরো সিরিজজুড়ে থাকলেও ইনজুরির কারণে একটি ম্যাচও খেলেননি তিনি।
তিনি দলে না থাকায় অধিনায়কত্ব করেছিলেন মঈন আলী। টান টান উত্তেজনার সেই সিরিজে অবশ্য শেষ হাসি হাসে ইংল্যান্ড। শেষ ম্যাচে জিতে সিরিজটি ৪-৩ ব্যবধানে জিতে নেয় তারা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আবারও সেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

বাটলার বলেন, ‘আমি কঠিন চ্যালেঞ্জের প্রত্যাশা করছি, যেমনটা আমি আগেও বলেছিলাম। তারা এমন একটি দল, যাদের বিপক্ষে সম্প্রতি আমরা অনেক খেলেছি। দারুণ কিছু ম্যাচে আমাদের মধ্যে হয়েছে। দারুণ উদ্দীপনায় আমরা খেলেছিলাম। আমি নিশ্চিত, আগামীকালও এর ব্যতিক্রম হবে না।’
ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি
৬ ঘন্টা আগে
এদিকে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে এবারের বিশ্বকাপ আসর শুরু করে পাকিস্তান। প্রথমে ভারত এবং পরবর্তীতে জিম্বাবুয়ের কাছে হারে তারা। এরপর নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা এবং বাংলাদেশকে হারিয়ে শেষ সেমিফাইনালে ওঠে তারা।
সেমিতে পাকিস্তান হারায় আসরের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ডকে। পাকিস্তানের এমন ঘুরে দাঁড়ানোর পেছনে দলটির পেসারদের কৃতিত্ব দেন বাটলার। তার মতে শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, ওয়াসিম জুনিয়রদের অসাধারণ বোলিংয়েই পুরো আসরে দাপট দেখায় পাকিস্তান।
বাটলার আরও বলেন, ‘হ্যাঁ, অবশ্যই পাকিস্তান দুর্দান্ত একটি দল। আমি মনে করি, তাদের দুর্দান্ত সব ফাস্ট বোলার তৈরির ইতিহাস আছে। আমরা যে দলের বিরুদ্ধে খেলব, তাদেরও আলাদাভাবে দেখছি না। আমি নিশ্চিত, ক্যারিয়ারের শেষ দিকে, যাদের বিরুদ্ধে আমরা খেলতে যাচ্ছি, তাদের কাউকে কাউকে পাকিস্তানের সেরা বোলার হিসেবে স্মরণ করা হবে। দলটি যে ফাইনালে, এর বড় একটি কারণ তারাই।’