promotional_ad

বাটলারের চোখে সেরা সূর্যকুমার, বাবরের বাজির ঘোড়া শাদাব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বারবার শ্বশুরকে টানায় বিরক্ত শাদাব

১১ এপ্রিল ২৫
শাদাব খান ও সাকলাইন মুশতাক

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। এই বিশ্ব আসরের ফাইনালের আগে আইসিসির আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন ফাইনালিস্ট দুই দলের অধিনায়ক বাবর আজম ও জস বাটলার।


সেখানে টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে থাকা পছন্দ মতো ক্রিকেটারদের বেছে নিয়েছেন তারা। ইংলিশ অধিনায়ক বাটলারের নজর কেড়েছেন ভারতের ব্যাটার সূর্যকুমার যাদব। পুরো টুর্নামেন্ট জুড়েই তিনি বাহারি সব শটে আলোচনার জন্ম দিয়েছেন। তাকেই টুর্নামেন্ট সেরা হিসেবে দেখছেন বাটলার।


বাটলার নিজের পছন্দের কথা জানাতে গিয়ে বলেন, 'আমার মনে হয়, সূর্যকুমার যাদব (টুর্নামেন্ট সেরা হবে)। আমার কাছে সূর্যকুমার এমন একজন যে সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে খেলেছে। ভারতের তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইনআপে সে ছিল অবিশ্বাস্যভাবে নজরকাড়া।'


promotional_ad

বাটলারের পছন্দের পেছনে যুক্তি আছে পরিসংখ্যানেও। এবারের আসরে ৫৯.৭৫ গড়ে সূর্যকুমারের ব্যাট থেকে এসেছে ২৩৯ রান। যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান এখন পর্যন্ত। ছয় ম্যাচের তিনটিতেই হাফ সেঞ্চুরি পেয়েছেন ভারতের এই ব্যাটার। স্ট্রাইক রেট ১৮৯.৬৮!


বাটলার মনে করেন ফাইনালে পারফর্ম করতে পারলে স্যাম কারান বা অ্যালেক্স হেলসও হতে পারেন টুর্নামেন্ট সেরা। বাটলারের ওপেনিং সঙ্গী হেলস ৫ ইনিংসে ব্যাট করে ৫২.৭৫ গড়ে করেছেন ২১১ রান। এর মধ্যে সেমিফাইনালে ভারতকে বিদায় করার ম্যাচে তিনি খেলেছেন ৮৬ রানের এক ঝড়ো ইনিংস।


এই দুই ইংলিশ ক্রিকেটারের সম্ভাবনার কথা জানিয়ে বাটলার বলেছেন, 'টুর্নামেন্ট সেরার তালিকায় আমাদের দুই জনের নামও আছে-স্যাম কারান ও অ্যালেক্স হেলস। তারা যদি ফাইনালে ভালো পারফরম্যান্স করতে পারে। আমার মনে হয়, তারাও প্লেয়ার অব দা টুর্নামেন্ট হতে পারে।'


বাবর অবশ্য বেছে নিয়েছেন সতীর্থ শাদাব খানকে। পাকিস্তানের ফাইনালের ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই স্পিন বোলিং অলরাউন্ডারের। বল হাতে নিয়মিত উইকেট নেয়ার সঙ্গে ব্যাট হাতেও ঝলক দেখিয়েছেন তিনি।


টুর্নামেন্ট জুড়ে ১০ উইকেট নেয়ার পাশাপাশি এক হাফ সেঞ্চুরিতে তার নামের পাশে রয়েছে ৭৮ রান। এই স্পিন অলরাউন্ডার যেভাবে খেলেছেন তাকে এই পুরষ্কারের যোগ্য দাবিদার মনে করছেন বাবর। শুরু ব্যাটিং, বোলিং নয় ফিল্ডিংয়ের কারণেও তাকে এগিয়ে রাখছেন পাকিস্তান অধিনায়ক। 


তার ভাষ্য, 'আমার কাছে মনে হয়, শাদাব খান যেভাবে খেলছে তার এই পুরস্কার পাওয়া উচিত। সে দুর্দান্ত বোলিং করছে, তার ব্যাটিংয়েও বেশ উন্নতি হয়েছে। অসাধারণ ফিল্ডিংসহ সবশেষ তিনটি ম্যাচে তার প্রভাবশালী পারফরম্যান্স তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের প্রধান প্রতিযোগী করে তুলেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball