promotional_ad

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টিতে এগিয়ে গেল বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রাকিবুল-মাহফুজুরের অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশের সিরিজ জয়

১৬ মে ২৫
সিরিজ জিতে ট্রফি হাতে বাংলাদেশ ইমার্জিং দল, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। তানভীর আহমেদ এবং মাহফুজুর রহমান রাব্বির দারুণ বোলিংয়ের পরও ১৪৩ রানের পুঁজি পায় স্বাগতিকরা। শুরুতে বিপাকে পড়লেও বাংলাদেশকে টেনে তোলেন রাব্বি এবং মোহাম্মদ শিহাব জেমস। তাদের দুজনের ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশের যুবারা। ফলে টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা। 


মুলতানে জয়ের জন্য ১৪৩ রান তাড়া করতে নেমে দারুণ জুটি গড়ে তোলেন বাংলাদেশের দুই ওপেনার জিসান আলম এবং আশিকুর রহমান শিবলি। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৩৮ রান। পাকিস্তানকে উইকেট এনে দেন মোহাম্মদ জিসান। 


promotional_ad

১৬ রান করা আশিকুর বোল্ড হয়ে ফিরলে ভাঙে তাদের এই জুটি। এরপর ফেরেন আরেক ওপেনার জিসানও। তরুণ এই ওপেনার সাজঘরে ফিরেছেন ২৪ রানে। তিনে নেমে থিতু হতে পারেননি মোহাম্মদ সোহাগ আলী। আরাফাত মিনহাজের থ্রোতে রান আউট হয়ে আউট হন ৫ রান করা সোহাগ। 


রান আউট হয়েছেন চারে নামা ১৩ রান করা আহরার আমিন। ৬৯ রানে ৪ উইকেট হারালে খানিকটা বিপাকে পড়ে বাংলাদেশ। তবে প্রতিরোধ গড়ে তোলেন মাহফুজুর এবং শিহাব। তারা দুজনে মিলে যোগ করেন ৬২ রান। ৩৫ বলে ৩৮ রান করা মাহফুজুর ফিরলে ভাঙে তাদের জুটি।


মাহফুজুর ফিরলেও বাংলাদেশের জয় নিশ্চিত করেন শিহাব এবং সিয়াম হোসেন দিপু। ৩ বল বাকি থাকতে জয় পাওয়া ম্যাচে শিহাব ৪১ এবং সিয়াম অপরাজিত ৬ রানে। পাকিস্তানের দুটি উইকেট নিয়েছেন জিসান। এ ছাড়া একটি উইকেট পেয়েছেন আরাফাত। 


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৪৩ রানের পুঁজি পায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন বাসিত আলী। এ ছাড়া সাদ বাগ ২৮ এবং আরাফাত করেছেন ২০ রান। বাংলাদেশের হয়ে তানভীর তিনটি, মাহফুজুর দুটি এবং একটি উইকেট নিয়েছেন ওয়াসি সিদ্দিকী, পারভেজ হোসেন জ???বন ও জিসান আলম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball