promotional_ad

মুলতানে আবরার জাদুতে আটকে গেল ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি

১ ঘন্টা আগে
করুন নায়ার (বামে) ও সাই সুদর্শন (ডানে), ফাইল ফটো

‘সে মূলত একজন লেগ স্পিনার, যার গুগলি ভালো। এখানে রহস্যের কিছু নেই।’ ম্যাচ শেষে আবরার আহমেদের বোলিং নিয়ে এভাবেই সোজাসাপ্টা বললেন বেন ডাকেট। আরবারের স্পিনে রহস্য না থাকলেও ডানহাতি এই লেগ স্পিনারের জাদুতে মুলতানে আটকে গেছে ইংল্যান্ড। পাকিস্তানের প্রথম বোলার হিসেবে অভিষেক টেস্টের প্রথম সেশনে পাঁচ উইকেট নেওয়া আবরার পরবর্তীতে নিয়েছেন আরও দুটি। রহস্যময় স্পিনারের সাত উইকেটে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৮১ রানে। দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১০৭ রান তুলে পাকিস্তান। ইংল্যান্ডের চেয়ে এখনও ১৭৪ রানে পিছিয়ে থাকলেও মুলতান টেস্টের প্রথম দিনটা বাবর আজমের দলের।


মুলতানে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন ইংল্যান্ডের দুই ওপেনার ডাকেট এবং জ্যাক ক্রলি। সাড়ে চার রান রেটে ৮ ওভারে ইংল্যান্ডের পুঁজি ৩৬ রান। এমন সময় প্রথমবার বোলিংয়ে আসেন কায়েদ-এ-আজম ট্রফি মাতিয়ে টেস্ট দলে জায়গায় পাওয়া আবরার। বোলিংয়ে এসেই ইংলিশ ওপেনারদের জুটি ভেঙেছেন ডানহাতি এই লেগ স্পিনার। আবরারের গুগলিতে সোজাসাপ্টা ডিফেন্স করতে চেয়েছিলেন ক্রলি।


চেষ্টাও করেছিলেন, তবে কাজে দেয়নি ক্রলির সেই ডিফেন্স। ব্যাটকে ফাঁকি দিয়ে বল ততক্ষণে আঘাত হেনেছে স্টাম্পে। ক্রলি ফিরলেন ১৯ রানে আর আবরার টেস্ট ক্রিকেটে নিজের আসার কথা জানালেন দারুণভাবে। ক্রলিকে হারালেও নিজেদের রান তোলার গতি থামায়নি ইংল্যান্ড। মাত্র ১৭.১ ওভারে দলের রান একশ পেরোয় সফরকারীরা। ইংলিশদের একশ ছোঁয়ার ওভারে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ডাকেট। পঞ্চাশ ছুঁতে ডাকেট খেলেছেন মোটে ৪০ বল।


promotional_ad

হাফ সেঞ্চুরির পর অবশ্য ডাকেটকে খুব বেশিক্ষণ টিকতে দেননি আবরার। ২৪ বছর বয়সি এই লেগ স্পিনারের টসড আপ ডেলিভারিতে সুইপ করতে চেয়েছিলেন ডাকেট। তবে ব্যাটে-বলে হয়নি বাঁহাতি এই ব্যাটারের। পাকিস্তানের ফিল্ডাররা আবেদন করলেও তাতে সাড়া দেননি আম্পায়ার আলিম দার। তবে রিভিউ নিতে ভুল করেননি বাবর। রিপ্লেতে দেখা যায় বল ইন লাইনে পিচ করে তা সরাসরি উইকেট হানে। তাতে ৬৩ রানের ইনিংস খেলে ফিরে যেতে হয় ডাকেটকে।


চারে নেমে সুবিধা করতে পারেননি জো রুট। লেগ স্টাম্পে পড়ে টার্ন করা আবরারের ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন দুদিন আগে টেস্টের শীর্ষস্থান হারানো এই ব্যাটার। যদিও শুরুতে আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে ৮ রান করা রুটকে ফেরায় পাকিস্তান। রুটের বিদায়ের পর ৫২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন পোপ। তবে ডাকেটের মতো হাফ সেঞ্চুরির পর পোপকেও টিকতে দেননি আবরার। ডানহাতি এই লেগ স্পিনারের বলে রিভার্স সুইপ খেলে উইকেট দিয়ে এসেছেন ৬০ রান করা পোপ।


ততক্ষণে ৩০ ওভার পেরিয়ে গেছে, লাঞ্চের ঘোষণা আসাটাই কেবল বাকি। এমন সময় আবরার আহেমেদের অফ স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে মিড অফের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন হ্যারি ব্রুক। তবে ঠিকঠাক টাইমিং করতে না পারায় মিড অফে আটকা পড়েন ব্রুক, শোকরিয়া জানাতে আবরার দিলেন সিজদা। ব্রুকের বিদায়ে আবরার ওলট-পালট করলেন রেকর্ডের পাতা। টেস্ট ইতিহাসের ১৩তম বোলার হিসেবে অভিষেকেই প্রতিপক্ষের প্রথম পাঁচ উইকেট নিয়েছেন আবরার। এদিকে সাউথ আফ্রিকাকে টপকে প্রথম দিন লাঞ্চের আগে সবচেয়ে বেশি ১৮০ রান তোলে ইংল্যান্ড।


লাঞ্চের আগে ৫ উইকেট হারালেও ইংলিশদের টেনে তোলার চেষ্টা করেন বেন স্টোকস এবং উইল জ্যাকস। তবে ইংলিশ অধিনায়ককে ৩০ রানের বেশি করতে দেননি আবরার। ২৪ বছর বয়সি এই স্পিনারের গুগলিতে বোল্ড হয়েছেন স্টোকস। এরপর ৩১ রান করা জ্যাকসকে ফিরিয়ে প্রতিপক্ষে প্রথম সাত ব্যাটারকেই আউট করেন তিনি। প্রতিপক্ষের বাকি ৩ উইকেট নিয়েছেন জাহিদ মেহমুদ। পাকিস্তানের স্পিনারদের দাপটের মাঝে ২৭ বলে অপরাজিত ৩৬ রান করে ইংল্যান্ডের রান ২৮০ পার করেন মার্ক উড। পাকিস্তানের হয়ে আবরার সাতটি এবং তিনটি উইকেট নিয়েছেন জাহিদ।


প্রথম ইনিংসের ইংল্যান্ডের ২৮১ রানের জবাব দিতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় পাকিস্তান। জেমস অ্যান্ডারসনের গুড লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইমাম উল হক। নিজের ঘরের মাঠে শূন্য রানে ফিরতে হয়েছে বাঁহাতি এই ওপেনারকে। থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি আব্দুল্লাহ শফিক। ইমামের মতো ডানহাতি এই ব্যাটারও উইকেটের পেছনে পোপকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। জ্যাক লিচকে উইকেট দেয়া শফিক সাজঘরে ফিরেছেন ৪৪ বলে ১৪ রান করে।


এরপর পাকিস্তানের হাল ধরেন বাবর ও সৌদ সাকিল। শেষ বিকেলটা দারুণভাবে কাটিয়েছেন তারা দুজন। দিনের শেষ সেশনে এসে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর। লিচের অফ স্টাম্পের বাইরের বল লেগ সাইডে ঠেলে দিয়ে এক রান নিয়েই ৫৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাবর। প্রথম দিন শেষে মুলতানে ৬১ রানে অপরাজিত রয়েছেন পাকিস্তানের অধিনায়ক। তাকে সঙ্গ দেয়া শাকিল অপরাজিত ৩২ রানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball