আমাদের মনে হয়েছে বল মাটি স্পর্শ করেছে, বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বাবর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান
২১ মে ২৫
সৌদ শাকিলকে ফিরিয়ে নিজেদের পথের কাঁটা সরালেন মার্ক উড। শেষ পর্যন্ত শাকিলের আক্ষেপে জিতে গেল ইংল্যান্ড। তবে ম্যাচ শেষেও প্রশ্ন রয়ে গেল বাঁঁহাতি আউটের সিদ্ধান্ত নিয়ে। আম্পায়ার আউট দিলেও বাবর আজম জানালেন, তাদের মনে হয়েছে বল মাটি স্পর্শ করেছে।
উডের বলে পুল করে মোহাম্মদ নওয়াজ ফিরলেও পাকিস্তানের জয়ের আশা জিইয়ে ছিল। ব্যাট হাতে তখনও স্বাগতিকদের ভরসা হয়েছিলেন শাকিল। তবে সেঞ্চুরির খুব কাছে থাকা বাঁহাতি এই ব্যাটারকে টিকতে দেননি উড। ডানহাতি এই পেসারের শর্ট ডেলিভারিতে লেগ সাইডে পুল করতে চেয়েছিলেন শাকিল।

বাঁহাতি এই ব্যাটারের ব্যাটের কানায় লাগা বল বাঁ দিকে খানিকটা ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিলেন অলি পোপ। বল গ্লাভসবন্দি হওয়ার আগে মাটি স্পর্শ করল কিনা সেটা নিশ্চিত হতে টিভি আম্পায়ারের শরণাপন্ন হলেন আলিম দার। তবে সফট সিগনালের শাকিলকে ততক্ষণে আউট দিয়েছেন পাকিস্তানের এই আম্পায়ার।
সিলসের ছোবলের পর রিজওয়ান-সাকিলের প্রতিরোধ
১৮ জানুয়ারি ২৫
টিভি রিপ্লেতে দেখা যায়, বল হয়তো মাটি স্পর্শ করেছে। তবে আলিম দারের আউট বদলানোর মতো প্রমাণ না পাওয়ায় অব্যাহত থাকে অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত। আক্ষেপ নিয়ে ফেরেন শাকিল আর উল্লাসে ফেটে পড়ে ইংল্যান্ডের ক্রিকেটাররা। শাকিলের বিদায়ে ধুলিসাৎ হয় পাকিস্তানের জয়ের স্বপ্ন।
শাকিলের ব্যাটের কানায় লাগা বল পোপের গ্লাভসবন্দির সময় দেখে মনে হচ্ছে তা মাটি স্পর্শ করেছে। ছবি: সংগৃহীত
আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘আমার মনে হয় এটা আম্পায়ারের সিদ্ধান্ত (আম্পায়ারের সফট সিগনাল বন্ধ করা উচিত কিনা)। যেমনটা বলছিলাম, আমাদের মনে হয়েছে বলটি মাটি স্পর্শ করেছে।’
ক্যাচ নেয়া পোপ অবশ্য বলছেন বলটি তিনি লুফে নিয়েছেন। সেই সঙ্গে ইংল্যান্ডের উইকেটরক্ষক জানান, গ্লাভস পড়ে থাকলে বুঝা যায় না যে বলটি মাটিতে স্পর্শ করেছে কিনা। এ প্রসঙ্গে পোপ বলেন, ‘আমি জানতাম এটি ক্যারি করেছে। আমি মনে করিনি এটা আগে বাউন্স করেছে (গ্লাভসে আসার আগে)। আপনি যখন উইকেটরক্ষক হিসেবে গ্লাভস পড়ে থাকবেন তখন আপনি সেটা বলতে পারবেন না। আমার মনে হয়নি এটা পরে মাটিতে স্পর্শ করেছে। গ্লাভস পড়ে থাকলে এটা অনুভব হয় যে ক্যারি হয়েছে।’