পিএসএল ড্রাফটে গোল্ডে লিটন, সিলভারে সাব্বির-সৌম্যরা
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন
২২ মে ২৫
করাচিতে আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের ড্রাফট। কদিন আগে জানা গেছে, পিএসএল ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের ২৮ ক্রিকেটার। যেখানে রয়েছেন সাকিব আল হাসান-তামিম ইকবালের মতো ক্রিকেটাররাও।
পিএসএলের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন সাকিব। এদিকে গোল্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ৬ জন ক্রিকেটার। যেখানে লিটন দাসের সঙ্গে রয়েছেন এবাদত হোসেন চৌধুরি, ইমরুল কায়েস, খালেদ আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং মুনিম শাহরিয়ার।
সবচেয়ে বেশি ১৮ জন ক্রিকেটার আছেন সিলভার ক্যাটাগরিতে। এই তালিকায় আছেন আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, এনামুল হক বিজয়, মৃত্যুঞ্জয় চৌধুরির মতো ক্রিকেটাররা।

এদিকে জানা গেছে গেছে ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন ৩ জন। পিসএল কতৃপক্ষ এখন পর্যন্ত প্রকাশ না করলেও পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, সেখানে রয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাসকিন আহমেদেররা।
‘কেউ এক লাখ পেয়েছে আবার কেউ ১০ হাজার টাকা পেয়েছে’
৯ এপ্রিল ২৫
পিএসএল ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের তালিকা:
প্লাটিনাম ক্যাটাগরি- সাকিব আল হাসান
গোল্ড ক্যাটাগরি- এবাদত হোসেন চৌধুরি, ইমরুল কায়েস, খালেদ আহমেদ, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, মুনিম শাহরিয়ার
সিলভার ক্যাটাগরি- আবু সায়েম, আফিফ হোসেন, অভিষেক মিত্র, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সৌম্য সরকার, জুবায়ের হোসেন লিখন, জুনায়েদ সিদ্দিকী, নাদিফ চৌধুরি, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, মৃত্যুঞ্জয় চৌধুরি, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ, রুয়েল মিয়া।